কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০২০

715
0

আন্তর্জাতিক

  • ডেনমার্কের মহিলা প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিকসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন৷ লকডাউন পরিস্থিতিতে ৩ বার তাঁকে বিবাহ বাতিল করতে হয়েছিল৷ তাঁর বিয়ে হল জনবিরল মোয়েন দ্বীপের একটি গির্জায়৷ চলচ্চিত্র নির্মাতা বো টেনবার্গকে (৫৫) বিয়ে করলেন তিনি৷ এক বছর আগে ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মেট (৪২)৷
  • বারাক ওবামা, বিল গেটস, কিম কার্দাশিয়ান, জো বাইডেন প্রমুখ খ্যাতনামা ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল৷ সেখানে বিটকয়েন নিয়ে প্রতারণার প্রমাণ মিলেছে৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেন টুইটার কর্তৃপক্ষ৷
  • বিশ্বে ১,৩৮,২৫,৩২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫,৮৯,৪৭৬ জনের. মৃতের সংখ্যায় প্রথম চারটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো৷ সেখানে করোনায় প্রাণহানির সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ৪০ হাজার, ৭৫ হাজার, ৪৫ হাজার এবং ৩৭ হাজার৷

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৩২,৬৯৫ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন ও ৬০৬ জন প্রাণ হারালেন৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯,৬৮,৮৭৬, মোট প্রাণহানির সংখ্যা ২৪,৯১৫৷ গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ২০,৭৮৩ জন, মোট সুস্থ হয়ে উঠেছেন ৬,১২,৮১৫ জন৷ কর্নাটকে বিপুল হারে ছড়াচ্ছে সংক্রমণ৷ সংক্রমণ সংখ্যায় (৪৭,২৫৩) তারা এখন দেশের মধ্যে উঠে এসেছে চতুর্থ স্থানে৷ প্রথম তিনটি স্থানে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি৷
  • দেশে আশি বছরের বেশি বয়স্ক নাগরিকদের জন্য নির্বাচনে পোস্টাল ব্যালট চালুর কথা জানাল নির্বাচন কমিশন৷ এর আগে ৬৫ বছর বয়সের পরই পোস্টাল ব্যালট চালুর প্রস্তাব দিয়েছিল তারা৷ এই ব্যবস্থা আগেও চালু ছিল৷ এখনও তা বাধ্যতামূলক নয়, থাকছে ঐচ্ছিক৷
  • বিহারে গোপালগঞ্জ জেলায় গণ্ডক নদীর ওপর তৈরি একটি সেতুর একাংশ উদ্বোধনের ২৯ দিনের মধ্যেই ভেঙে পড়ল৷

 

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির সঙ্গে সীমিত সংখ্যক উড়ান চালু করার সিদ্ধান্ত নিল ভারত৷ এতদিন ‘বন্দে ভারত’ অভিযান ব্যতীত আন্তর্জাতিক উড়ান বন্ধ ছিল৷
  • নিউমোনিয়ার ভ্যাকসিন তৈরি করল পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া৷ এই প্রথম দেশজ প্রক্রিয়ায় কোনো ভ্যাকসিন তৈরি হল ভারতে৷ ২০১৩ সালে এর হিউম্যান ট্রায়াল শুরু হয়েছিল৷

 

খেলা

  • ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় রমেশ টিকারাম (৫১) প্রয়াত হলেন৷ তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন৷ অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি৷
  • লা লিগা খেতাব জয় নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ৷ লকডাউনের পর টানা ৯টি ম্যাচ জিতেছে তারা৷ এদিন ২-১ গোলে হারাল ভিয়ারিয়ালকে৷ ১ ম্যাচ বাকি থাকতেই ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল তারা৷
  • ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান করল ইংল্যান্ড৷ এদিকে করোনা সংক্রান্ত পরিস্থিতিতে যে স্বাস্থ্যিবিধি নির্ধারিত হয়েছে তা ভাঙার দায়ে ইংল্যান্ডের দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার৷

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল