কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-19 | 05:48h
update
2019-12-19 | 05:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইমপিচমেন্ট রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে ‘দোষী হিসাবে সাব্যস্ত করা উচিত’ বলে রিপোর্ট প্রকাশ করলেন বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার। ন্যাডলারের কথায় ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাঁর কাজকর্ম সংবিধানবিরোধী’।
  • মার্কিন দৈনিকে প্রকাশ, চরবৃত্তির অভিযোগে চিনা দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।
  • উত্তর-পশ্চিম সিডনির একটা বিশাল অংশ দাবানলের গ্রাসে। তা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাবার নির্দেশ দিল সিডনির প্রশাসন।

 

জাতীয়

  • ‘নো এন আরসি, নো ক্যাব’ এই স্লোগান নিয়ে তিন দিনের পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (যদিও অভিযোগ, তিনিই ২০০৫ সালে সংসদে সোচ্চার হয়েছিলেন এনআরসি চালুর দাবিতে এবং ডিটেনশন ক্যাম্পের জন্য একাধিক জমি দেওয়া, এনপিআর প্রশিক্ষণ দেওয়া, সংসদে ওই আইনের ভোটাভুটিতে সুবিধা করে দেওয়া ইত্যাদি নানা দ্বিচারিতায় তিনি যুক্ত)। সেই সঙ্গেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর সব কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২১ সালে জনগণনার সঙ্গেই এনপিআর তৈরির কাজ চালানোর কথা ছিল।
  • এনআরসি ও ক্যাব-এর বিরুদ্ধে প্রতিবাদী ছাত্রছাত্রীদের দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দিল্লি পুলিশ বেধড়ক পেটাল। কেউ-কেউ রক্তাক্তও হয়েছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে বর্বরোচিত আচরণের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে অধ্যাপকদের মতোই সোচ্চার হলেন উপাচার্য নাজমা আখতার। তাঁর অভিযোগ, বিনা অনুমতিতে পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। অন্যদিকে জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন।
  • আজও পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে অগ্নিকাণ্ড ঘটাল এনআরসিবিরোধী ক্ষিপ্ত জনতা। কোথাও-কোথাও জ্বালানো হল ট্রেন, বাস।এদিনও বেশ কিছু অঞ্চলের নেট পরিষেবা বন্ধ ছিল। উত্তর ও দক্ষিণের স্বল্প দূরত্বের এবং দূরপাল্লার বহু ট্রেন বাতিল করা হয়েছে।
  • উন্নাও ধর্ষণ কাণ্ডে বিজেপি বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিসহাজারি আদালত।
  • ভোটার তথ্য যাচাই কর্মসূচি (ইভিপি)-র শেষে সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের ভোটার ৬,৯৮,১৫,১৫৩ জন। পুরুষ ভোটার ৩,৫৮,১৪,৪৮। মহিলা ভোটার ৩,৩৯,৯৯,৪৭৯। তৃতীয় লিঙ্গের ভোটার ১২২৬ জন। সংযোজন-সংশোধনের কাজ শেষ হবে ১৮ জানুয়ারি।
  • ডাকঘরে স্বল্প সঞ্চয়ে সেভিংস, রেকারিং, এনএসপি, পিপিএফ সহ সব অ্যাকাউন্টেরই ভোল বদল করা হবে অচিরেই। এখন ন্যূনতন ৫০০ টাকা জামা রাখতেই হবে গ্রাহককে। না থাকলে ১০০ টাকা গুনাগার দিতে হবে।
Advertisement

 

বিবিধ

  • কমেছে সাংসারিক কেনাকাটা। চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধি আরও কমতে পারে বলে জানাল মূল্যায়ন পর্ষদ সংস্থা মুডি’জ। পূর্বাভাস ৫.৮ শতাংশ থেকে কমিয়ে ৪.৯ শতাংশ করল তারা।
  • নয়া নাগরিকত্ব আইন ঘিরে রাজ্যের কিছু অংশে ইন্টারনেট বন্ধের জেরে বেশ কিছু অঞ্চলে ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হয়েছে। গোলমালের জেরে এটিএমে ও ব্যাঙ্কে টাকা পাঠানো সম্ভব হয়নি।
  • সামান্য চাষি। ঋণের টাকা শোধ করতে পারবেন কিনা ছিল সন্দেহ, কিন্তু হঠাৎ পেঁয়াজের দাম আকাশছোঁয়া হওয়ার সুযোগে পেঁয়াজ বেচে কোটিপতি হলেন কর্নাটকের এক চাষি মল্লিকার্জুন। ২০ একর জমিতে ২৪০ টন পেঁয়াজ চাষ করে এই লাভ করেছেন।
  • ম্যাজিক চশমা বা ‘ক্যান্সার ভিশন গগলস’ পরে ক্যান্সার সহ বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করার নয়াপ্রযুক্তির চশমা তৈরি করেছেন আমেরিকার দিকপাল চিকিৎসাবিজ্ঞানী স্যামুয়েল দেহিফু সহ কয়েকজন।সেই দলে রয়েছেন এক বাঙালি তরুণ বিজ্ঞানী ডাঃ সুমন বিকাশ মণ্ডল।চশমার দাম ভারতীয় মুদ্রায় সাডে তিন লাখ টাকা।

 

খেলা

  • খুব খারাপ পরিস্থিতি না হলে আইপিএলের নিলামের আসর বসবে কলকাতাতেই। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার বাইপাসের এক পাঁচতারা হোটেলে। এই মহা যজ্ঞে শামিল হতে ক্রিকেটখেলিয়ে দেশগুলির কর্তারাই অংশগ্রহণ করতে কলকাতায় হাজির থাকবেন।
  • মুম্বইয়ে চলা অনূর্ধ্ব ১৭ মেয়েদের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় আজ ভারতের লড়াই তাইল্যান্ডের বিরুদ্ধে।এই ম্যাচে জিততেই হবে ভারতকে।
  • ইপিএল লিগে আর্সেলনকে ৩-০ গোলে হারিয়ে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঘুরে দাঁড়াল ম্যান সিটি। ম্যাচের সেরা হলেন দে ব্রুইন। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল দল।
  • গোকুলমকে ২-১ গোলে হারিয়ে মোহনবাগান আইলিগে দ্বিতীয় স্থানে উঠল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 11:40:14
Privacy-Data & cookie usage: