কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-18 | 12:17h
update
2017-12-18 | 12:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • মুম্বাই থেকে মস্কো পণ্যবাহী মাল্টিমোডাল করিডর অবশেষে ২০১৮ সালের জানুয়ারি মাসে চালু হতে চলেছে বলে জানানো হল। দীর্ঘ ১৭ বছর ধরে ভারত এই করিডর চালুর চেষ্টা করে আসছে। এক্ষেত্রে পাকিস্তানকে বাদ দিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলিতে ভারত পণ্য পাঠাতে পারবে।
  • ভারতের দাবি মেনে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নাইকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির দাবি খারিজ করে দিল ইন্টারপোল। তাদের দাবি, জাকিরের বিরুদ্ধে ভারত যথেষ্ট প্রমাণ দিতে পারেনি।
  • কয়লা খনি বণ্টন দুর্নীতির মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে ৩ বছরের কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত। একই দণ্ড দেওয়া হল প্রাক্তন কেন্দ্রীয় কয়লা সচিব এইচ সি গুপ্ত এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোক বসুকেও।

আন্তর্জাতিক

  • বাংলাদেশে ‘বিজয় দিবস’ পালিত হল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের।
  • খবরে প্রকাশ, ইউরোপের সবথেকে নবীন নেতা হিসাবে মাত্র ৩১ বছর বয়সে অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর হচ্ছেন সেবাস্টিয়ান কুর্জ।
  • সৌদি আরবের মহিলারা এবার মোটরসাইকেল এবং ট্রাক চালাতে পারবেন বলে ঘোষিত হল। ২০১৮ সালের জুন মাস থেকে এই নীতি কার্যকর হবে।
  • ঘূর্ণিঝড় ‘কাই তাক’ আছড়ে পড়ল পূর্ব ফিলিপিন্সে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ১ বি ভিসা নিয়ে যাঁরা মার্কিন মুলুকে চাকরি করছেন তাঁদের স্ত্রী বা স্বামীরা সে দেশে গিয়ে কোনো চাকরি করতে পারবেন না। মার্কিন স্বরাষ্ট্র সুরক্ষা দপ্তর এই সিদ্ধান্ত জানাল।
  • গাজায় ইজরালি সেনার গুলিতে মৃত্যু হল এক বিক্ষোভকারীর। সাম্প্রতিক বিতর্কে উত্তপ্ত গাজায় ইজরায়েলি সেনার গুলিতে এপর্যন্ত মৃত্যু হল পালেস্টাইনের ৮ জন বিক্ষোভকারীর।
Advertisement

খেলা

  • দুবাই সুপার সিরিজের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। সেমিফাইনালে তিনি হারালেন চিনের ইউ ফেই-কে। গ্রুপ পর্বে সিন্ধু অপরাজিত রয়েছেন।
  • পারথ টেস্টে একগুচ্ছ নজির গড়লেন স্টিভ স্মিথ। এদিন তিনি ২২তম টেস্ট শতরান করলেন। ১০৮ ইনিংসে ২২টি শতরান করলেন তিনি। তাঁর থেকে কম সময়ে এই রেকর্ড করেছেন ডন ব্রাডম্যান (৫৮) এবং সুনীল গাভাস্কার (১০১ ইনিংস)। এদিন দ্বিশতরান করলেন (অপরাজিত ২২৯) তিনি। ১৯৯৩ সালে অ্যালেন বর্ডারের পর অ্যাসেজ সিরিজে ফের কোনো অস্ট্রেলীয় অধিনায়ক দ্বিশতরান করলেন। শুধু তাই নয়, এক ক্যালেন্ডার বছরে তিনি ১০০০ টেস্ট রানও করে ফেললেন। ২০১৪ থেকে পরপর ৪ বছর তিনি এই কৃতিত্ব দেখালেন।
  • বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ফাইনালে তারা হারাল ব্রাজিলের দল গ্রেমিওকে। এই প্রতিযোগিতায় মোট ৭ গোল করে রোনাল্ডো স্পর্শ করলেন পেলের রেকর্ডকে। রিয়াল এই নিয়ে ৩ বার এই ট্রফি জিতল। বার্সেলোনাও ৩ বার এই ট্রফি জিতেছিল। এবছর ৫টি ট্রফি জিতল রিয়াল।

বিবিধ

  • সাত মহাদেশের সাতটি সর্ব্বোচ্চ শৃঙ্গ জয় সম্পূর্ণ করলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। কলকাতার বাসিন্দা সত্যরূপ ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে এই কীর্তি স্থাপন করলেন। আফ্রিকার কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস, দক্ষিণ আমেরিকার আকোনগুনিয়া, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, অস্ট্রেলিয়ার কোসকিউসজো, এশিয়ার মাউন্ট এভারেস্ট এবং সর্বশেষ আন্টার্কটিকার মাউন্ট ভিনসন মাসিফ শৃঙ্গ জয় করলেন তিনি। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম এই কৃতিত্ব দেখিয়েছিলেন সত্যব্রত দাম।
  • ভারতী এয়ারটেলের মোবাইল ও এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের আধার ভিত্তিক ই-কেওয়াইসি সংযোগ করণের কাজ স্থগিত রাখলেন আধার কর্তৃপক্ষ ইউ€আইডিএআই।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 13:12:31
Privacy-Data & cookie usage: