কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ নভেম্বর ২০১৯

503
0

আন্তর্জাতিক

  • রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হল শ্রীলঙ্কায়। নজিরবিহীনভাবে এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন ৩৫ জন। তবে মূল লড়াই দুজনের মধ্যে। সেই দুই প্রতিপক্ষ হলেন ক্ষমতাচ্যুত প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া রাজাপক্ষে এবং প্রাক্তন রাষ্ট্রপতি রণসিঙ্ঘে প্রেমদাসার ছেলে সাজিথ প্রেমদাসা।
  • হংকংয়ের বিক্ষোভ ঠেকাতে সেখানকার পথে নামল চিনের সেনা। তবে তারা এদিন কেবল রাস্তার আবর্জনা পরিষ্কারের কাজই করেছে, অন্য কিছু নয়। হংকংয়ে বিক্ষোভ শুরুর ৫ মাস পর এই প্রথমবার সেখানে চিনের সেনা নামল।
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৪ সপ্তাহের জন্য সে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিল লাহোর হাইকোর্ট।

 

জাতীয়

  • মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্টের উদ্বোধন হল। তাজমহলকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার এই স্থান নির্মাণ করেছে উত্তর প্রদেশ সরকার।
  • প্রাক্তন তথা সদ্যপ্রয়াত মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনের নামে একটি সাম্মানিক চেয়ার তৈরির সিদ্ধান্ত জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম ডেভেলপমেন্ট শাখায় এই পরিদর্শন চেয়ারটি তৈরি হবে।
  • অগ্নি ২ ক্ষেপণাস্ত্রের প্রথম রাত্রিকালীন পরীক্ষা সফল হল।

 

বিবিধ

  • কলকাতা ও সংলগ্ন অঞ্চলের পণ্য পরিবহণ (লজিস্টিক) পরিকাঠামো উন্নয়নে ২১০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন একথা জানালেন।
  • রিলায়েন্স কমিউনিকেশন্স (আরকম) থেকে পদত্যাগ করলেন সংস্থার চেয়ারম্যান অনিল আম্বানি। গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আরকম লাভ করেছিল ১১৪১ কোটি টাকা। কিন্তু এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩০ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে সংস্থাটির। আরকমের চার শীর্ষ কর্তাও ইস্তফা দিয়েছেন।
  • বালি দিয়ে মহাত্মা গান্ধীর মূর্তি গড়ে রোম থেকে আন্তর্জাতিক পুরস্কার পেলেন সুদর্শন পট্টনায়ক।
  • বিশিষ্ট শিল্পপতি নীতা অম্বানি আমেরিকার মেট্রোপলিটান মিউজিয়াম আর্ট জাদুঘরের বিশিষ্ট সদস্য হিসাবে যুক্ত হলেন। ১৫০ বছরের মধ্যে ভারতীয় হিসেবে প্রথম। ভারতীয় সংস্কৃতিকেই বিশ্বের কাছে তুলে ধরতে চান বলে তিনি জানিয়েছেন।

 

খেলা

  • ইন্দোরের টেস্ট ৩ দিনের মধ্যে জিতে নিল ভারত। এক ইনিংস এবং ১৩০ রানে বাংলাদেশকে হারা ভারত। ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয় ৪৯৩ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল। বাংলাদেশ দুই ইনিংসে ১৫০ এবং ২১৩ রান করে। ম্যান অব দ্য ম্যাচ হলেন মায়াঙ্ক আগরওয়াল। এই নিয়ে টানা ষষ্ঠ টেস্ট জিতল ভারত। ৫২টি টেস্টে নেতৃত্ব দিয়ে বিরাট কোহলি এই নিয়ে দশম টেস্টে ইনিংসে জয়ী হলেন। তিনি টপকে গেলেন এম এস ধোনির কৃতিত্ব (৯)। অধিনায়ক হিসাবে এটি কোহলির ৩২তম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট হল ৩০০।