কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ফেব্রুয়ারি ২০২০

462
0

আন্তর্জাতিক

  • পাকিস্তানের একজন সাংসদকে গুলি করে হত্যা করা হল। সিন্ধুপ্রদেশের নওসেরা ফিরোজে পাকিস্তান পিপল’স পার্টির নেত্রী শাহনাজ আনসারিকে হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে বলে পুলিশের দাবি।
  • করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে চিনে অসুস্থ হয়েছেন ১৭০০ জনেরও বেশি চিকিৎসক। মৃত্যুও হয়ে্‌ছে ৬ জনের। অন্যদিকে চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃ্তের সংখ্যা বেড়ে হল ১৬৬৫।
  • পাকিস্তান সফর করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিয়ো গুতেরেস। তাঁর বক্তব্য, ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হলে তিনি মধ্যস্থতা করতে রাজি।

 

জাতীয়

  • ফরাক্কায় গঙ্গার ওপর নির্মীয়মাণ দ্বিতীয় সেতুর পিলারের গার্ডার ভেঙে মৃত্যু হল ২ জনের। ২ জন ইঞ্জিনিয়ারই ভিন রাজ্য থেকে কাজ করতে এসেছিলেন।
  • তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম-আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। নিজেরই হাতে গড়া এই দল নিয়ে তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী পদে জয়ী হলেন। নয়াদিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ করলেন।

 

বিবিধ

  • উষ্ণায়নের ফলে ২০৭০ সালের মধ্যে জীবজগতের এক তৃতীয়াংশ বিলুপ্ত হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ২ জন গবেষক উদ্ভিদ ও প্রাণীর ৫৩৮টি প্রজাতির ওপর গবেষণা চালিয়ে উষ্ণায়নের প্রভাব পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছেন।
  • যোজনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার লেখা ‘ব্যাকস্টেজ: দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স’ প্রকাশিত হল।

 

খেলা

  • আই লিগে পাঞ্জাব এফসি ১-০ গোলে হারিয়ে দিল রিয়াল কাশ্মীরকে। অন্যদিকে ট্রাউ-চেন্নাই এফসি ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।
  • প্রয়াত বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের নামাঙ্কিত ট্রফি দিয়ে এনবিএ অল স্টার ম্যাচের সেরা পারফরমারকে পুরস্কৃত করার সিদ্ধান্ত জানাল এনবিএ।
  • পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড করলেন আর্মান্ড ডুপ্লান্টিম। গ্লাসগোয় ৬.১৮ মিটার লাফিয়ে নিজেরই রেকর্ড ভাঙলেন সুইডেনের এই প্রতিনিধি।