কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ সেপ্টেম্বর ২০১৯

453
0
Current Affairs 5 September 2019

আন্তর্জাতিক

  • সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার পিছনে নাম না করে ইরানকে দুষলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই হামলায় ঊর্ধ্বমুখী হল তেলের দাম।

জাতীয়

  • জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে শ্রীনগরে জনসুরক্ষা আইনে গ্রেপ্তার করা হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে।
  • ভারতের প্রথম কোনো মহিলা হিসেবে সামরিক অ্যাটাশে নিযুক্ত হলেন অঞ্জলি সিংহ। রাশিয়ায় ভারতের দূতাবাসে ডেপুটি এয়ার অ্যাটাশে হিসাবে বায়ুসনার উইং কম্যান্ডার অঞ্জলি সিংহ গত ১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন। এদিন এই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।

বিবিধ

  • গত অগস্ট মাসে দেশে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ১.০৮ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য প্রকাশ করল।
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রেস সচিব নিযুক্ত হলেন বিশিষ্ট সাংবাদিক অজয় কুমার সিংহ।
  • ভারতীয় চিত্রশিল্পী ভি এস গায়তোন্ডের আঁকা ১৯৮২ সালের একটি ছবি ২৬ কোটি ৯০ লক্ষ টাকায় বিক্রি হল।

খেলা

  • কানাডার প্রথম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেস্কুকে সাদরে বরণ করে নিল তাঁর দেশ। তাঁর শহর মিসিসগায় একটি রাস্তার নামকরণ করা হল বিয়াঙ্কার নামে (৯ আন্দ্রেস্কু ওয়ে)। শহরের মেয়র বনি ত্রাম্বি শহরটির প্রতীকী চাবি তুলে দিলেন তাঁর হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
  • আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত অ্যাশেজ সিরিজে ৭ ইনিংসে ৭৭৪ রান করেছেন তিনি। ৪টি টেস্ট এই রান করে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ড স্পর্শ করলেন স্টিভ। এই সিরিজে তাঁর রান অ্যাশেজে পঞ্চম সর্বোচ্চ।
  • টেলিভিশন ধারাভাষ্যকারের পেশা থেকে অবসর ঘোষণা ঘোষণা করলেন ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ার ও ইয়ান বোথাম। দীর্ঘ ২০ বছর ধারাভাষ্য দিয়েছেন তাঁরা। সদ্য সমাপ্ত ওভাল টেস্টেই শেষবার ধারাভাষ্যকারদের ভূমিকায় দেখা গেল তাঁদের।