কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-26 | 11:56h
update
2018-10-26 | 12:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কেরলের শবরীমালা মন্দিরে এদিনও কোনো মহিলা প্রবেশ করতে পারলেন না। শবরীমালা রক্ষা কমিটির ডাকে এদিন কেরলে ১২ ঘণ্টার ধর্মঘট পালিত হল। শবরীমালা আচার সংরক্ষণ সমিতির আহ্বানে ভক্তরা অবরোধ করেন মন্দির যাওয়ার পথে। এদিকে আয়াপ্পা মন্দিরের প্রধান পুরোহিত কানিরু রাজীভারু  অল্পবয়সি মহিলাদের ওই মন্দিরে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন।
  • ৯৩তম জন্মদিবসেই প্রয়াত হলেন নারায়ণ দত্ত তেওয়ারি। উত্তরপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী এবং উত্তরাখণ্ডের একবারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপালও। স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে কারাদণ্ড ভোগ করেন। বৃদ্ধ বয়সে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এন ডি তেওয়ারি।
Advertisement

আন্তর্জাতিক

  • বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ কট্টর সন্ত্রাসবাদীর মৃত্যু হল। ঢাকার উপকণ্ঠে নরসিংদিতে এই ঘটনা ঘটেছে।
  • সাংবাদিক জামাল খাস্তোগি নিখোঁজ বিতর্কে তুরস্কের একটি সংবাদপত্র দাবি করল, গোটা ঘটনায় সৌদি রাজ পরিবারের ষড়যন্ত্র রয়েছে। তারা সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের এক ঘনিষ্ঠ ব্যক্তির ছবি প্রকাশ করে জানাল ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে জামাল প্রবেশের কিছুক্ষণ আগেই ওই ব্যক্তি প্রবেশ করেছিলেন। প্রসঙ্গত জামাল এক মার্কিন সংবাদপত্রে কাজ করতেন এবং সৌদি আরব থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন।

খেলা

  • ডেনমার্ক ওপেনের প্রি-কোয়র্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর স্থানে থাকা টেনিস খেলোয়াড় আকানে ইয়ামাগুচিকে হারালেন সাইনা নেহাওয়াল। এখন সাইনার ক্রম ২৭। অষ্টমবার আকানের মুখোমুখি হয়ে দ্বিতীয়বার জিতলেন সাইনা।
  • বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দিল্লি জয়ী হল। এদিন ২ উইকেটে তারা হারাল ঝাড়খণ্ডকে। ফাইনালে তারা মুম্বইয়ের মুখোমুখি হবে।
  • প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানোরিয়া অবশেষে স্বীকার করলেন তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় স্পট ফিক্সিং করেছিলেন। ২০১২ সালে তাঁকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। এই প্রথম তিনি অপরাধ স্বীকার করলেন।

বিবিধ

  • পেট্রোপণ্যের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতি লিটার পেট্রোলে ২১ পয়সা, ডিজেলে ১১ পয়সা করে কমানো হল। উৎপাদন খরচ হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানানো হল।
  • ভারতে দশ মিলিয়ন ডলার বা তার বেশি সম্পত্তির মালিকের সংখ্যা বৃদ্ধি পেল ৭৩০০। এখন ভারতে অনুরূপ সম্পদশালীর সংখ্যা ৩.৪৩ লক্ষ। ক্রেডিট সুইস-এর ২০১৮ সালের ওয়ার্ল্ড ওয়েল্থ রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 19:12:10
Privacy-Data & cookie usage: