আন্তর্জাতিক
- পাকিস্তানের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা ৪৪ কোটি ডলার কমিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।২০১০ সালের `পাকিস্তান এনহ্যান্সমেন্ট পার্টনারশিপ এগ্রিমেন্ট’ অনুযায়ী প্রতি বছর তাদের ৪৫০ কোটি ডলার অর্থ সহায়তা দেয় মার্কিনিরা।এর আগে সামরিক খাতে ১০০ কোটি এবং ৩০ কোটি ডলারের অর্থ সাহায্য ছাঁটাই করা হয়েছিল।
- পশ্চিম আফ্রিকার ক্যামেরুন উপকূলে জার্মানির মালবাহী জাহাজ `মারমালাইটা’ থেকে ১২ জন কর্মীকে অপহরণ করল জলদস্যুরা।তাঁদের উদ্ধারের জন্য ক্যামেরুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করল জাহাজ সংস্থা।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহী কিন্তু দেশের কোনো অংশে তাদের বিক্রি করতে আগ্রহী নয় ডেনমার্ক।প্রসঙ্গত ডেনমার্কের অধীনে একটি স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রক বাদে বাকি বিষয়গুলো দেখাশোনা করে গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার।
জাতীয়
- দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েও নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফর করলেন ভুটানে।প্রথমবার প্রধানমন্ত্রী হয়েও ভুটানেই সফর করেছিলেন প্রথম। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে তিনি উদ্বোধন করলেন ইসরোর গ্রাউন্ড আর্থ স্টেশন–এর। ভারতের সহযোগিতায় তৈরি ৭৪০ মেগাওয়াটের মঙ্গছেদু জলবিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করলেন মোদী।দুদেশের মধ্যে ১০টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হল।
- ১৩ দিন পর ল্যান্ডলাইন টেলিফোন চালু হল কাশ্মীরে।৯৬টি এক্সচেঞ্জের মধ্যে ১৭টিতে কাজ শুরু হল।জম্মুতে চালু হল হাইস্পিড ইন্টারনেট পরিষেবা।
বিবিধ
- শ্রীলঙ্কায় গাড়ি তৈরির কারখানা খুলল মহিন্দ্রা।তারা আইডিয়াল মোটরসের সঙ্গে হাত মিলিয়ে ওই কারখানা খুলল।
- নীলম শর্মা প্রয়াত হলেন। ডিডি নিউজের সঞ্চালক ছিলেন তিনি।`তেজস্বিনী’ অনুষ্ঠান সঞ্চালনার সুবাদে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
খেলা
- ২ দিনের বৈঠক শেষে ক্রীড়াক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করল সিলেকশন কমিটি।২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পাবেন বজরং পুনিয়া ও দীপা মালিক।ধ্যানচাঁদ পুরস্কার পাবেন অরূপ বসাক (টেবিল টেনিস), মনোজ কুমার (কুস্তি) সহ ৫ জন, দ্রোণাচার্য পুরস্কার পাবেন সঞ্চয় ভরদ্বাজ(ক্রিকেট)সহ ৬ জন।অর্জন পুরস্কার পাবেন মহম্মদ আনাস (অ্যাথলেটিক্স), রবীন্দ্র জাদেজা (ক্রিকেট), গুরপ্রীত সিং সান্দু(ফুটবল), পুনম যাদব(মহিলা ক্রিকেট), স্বপ্না বর্মন (অ্যাথলেটিক্স) সহ ১৯জন ক্রীড়াবিদ। বাইচুং ভুটিয়া, মেরি কম প্রভৃতি ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন সিলেকশন কমিটিতে।
- টোকিয়োতে অলিম্পিক টেস্ট ইভেন্ট হকিতে ভারতের পুরষদল ৬-০ গোলে মালয়েশিয়াকে এবং মহিলা দল ২-১ গোলে হারাল আয়োজক দেশ জাপানকে।
- বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিথো।