কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ আগস্ট ২০১৮

schedule
2018-08-18 | 10:54h
update
2018-08-18 | 11:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বন্যা পরিস্থিতি ভয়াল রূপ ধারণ করল কেরালায়। গত ৯ দিনে স্বাভাবিকের থেকে অন্তত ১০ গুণ বৃষ্টি হয়েছে। ১৪টি জেলার মধ্যে ১৩টিতেই লাল সতর্কতা জারি করা হল। ১৯২৪ সালের পর এত ভয়াবহ বন্যা হয়নি এই রাজ্যে। গত ৯ দিনে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩২৪। এদিন কেরালার বন্যা পরিস্থিতি বিমানে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলে ২৪০৬টি গ্রামে বানভাসি হয়েছেন ২ লক্ষাধিক মানুষ। গত ৯ দিনে ৭ রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল। উত্তরপ্রদেশে ১৭১ জনের, মহারাষ্ট্রে ১৩৯ জনের প্রাণহানি হয়েছে। কেরালায় এদিনও স্বাভাবিকের তুলনায় ৪২৪ শতাংশ, গতকাল ৯১৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উদ্ধার কাজে সেনা নেমেছে।
  • নয়াদিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হল। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের প্রতিনিধিবৃন্দ। ছিলেন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মন্ত্রীরা। প্রয়াত বাজপেয়ীর মুখ্যাগ্নি করলেন তাঁর পালিতা কন্যা নমিতা ভট্টাচার্য।
Advertisement

আন্তর্জাতিক

  • পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইমরান খান। এদিন পাক ন্যাশনাল অ্যাসেমব্লিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা ইমরান সাংসদদের ভোটাভুটিতে ১৭৬-৯৬ ভোটে হারালেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের প্রার্থী শাহবাজ শরিফকে। সাংসদদের ভোটে জেতার ম্যাজিক ফিগার ছিল ১৭২।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তারলোক সিং নামে একজন শিখকে খুন করা হল। মার্কিন মুলুকে এই নিয়ে গত ৩ সপ্তাহে ৩ জন শিখ আক্রান্ত হলেন।
  • মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রাক্তন প্রধান জন ব্রেননের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ অধিকার কেড়ে নেওয়া হল। তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় কোপে পড়লেন বলে মনে করা হচ্ছে।

খেলা

  • পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হল। ম্যাচ গড়াপেটা, স্পট ফিক্সিং, ম্যাচের ফল নিয়ন্ত্রণে কারচুপি প্রভৃতি ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা একগুচ্ছ অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দিল পাক ক্রিকেট বোর্ড।
  • মুম্বাইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের শেষকৃত্য সম্পন্ন হল।

বিবিধ

  • ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে রেকর্ড পরিমাণ ১০.০৩ লক্ষ কোটি টাকা আয়কর জমা পড়েছে বলে জানাল প্রত্যক্ষ কর পর্ষদ।
  • এশিয়ার বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প গড়ছে ডিভিসি। বোকারোর লাগু পাহাড়ে ১৫০০ মেগাওয়াটের ওই প্রকল্প গড়া হবে। এতে খরচ হবে ৫২০০ কোটি টাকা। এদিন ডিভিসি সূত্র এই তথ্য জানাল।
  • অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আদানি গোষ্ঠীর কয়লা খনি প্রকল্পের কাজ ফের শুরু হবে। প্রকল্পের বিরুদ্ধে যে মামলা হয়েছিল এদিন তা খারিজ করে দিল আদালত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2024 - 22:06:21
Privacy-Data & cookie usage: