কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল ২০২০

651
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা অতিক্রম করল দেড়লক্ষ৷ আক্রান্ত হয়েছেন ২২,১৯,২৬৭ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৩৫ হাজার মানুষের৷ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন লুই হেনরিক ম্যানডেটাকে৷ দেশজুড়ে কঠোর স্বাস্থ্যবিধির প্রবর্তন করেছিলেন লুই হেনরিক৷ সেখানে ১৯২৪ জনের প্রাণহানি হয়েছে৷ রাষ্ট্রপতির দাবি, সামাজিক দূরত্ব নিয়ে বাড়াবাড়ি করেছেন তিনি৷ এদিন চিন দাবি করল, উহানে করোনা আক্রানেন্তর সংখ্যা গণনায় ভুল হয়েছিল৷ নতুন হিসাবে সেদেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৩২৷

 

জাতীয়

  • দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১৩,৮৩৫৷ এই সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৪৫২ জন৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি ও তামিলনাড়ুতে যথাক্রমে ১৯৪, ৫৭, ৩৮ এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মহারাষ্ট্রে ৩২০৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে ৬.২ দিনে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে৷৷ যেসব বিদেশি নাগরিক দেশে আটকে পড়েছেন তাঁদের ভিসা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ করোনা ভাইরাসে দেশজুড়ে লকডাউনের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলে নিখিলের ধূমধাম করে বিয়ের অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরি হল৷ সামাজিক দূরত্ব রক্ষা না করে বেঙ্গালুরুর কাছের রামনগরে বিয়ের আসর বসে৷ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৬২৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনাকে রেড জোন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

বিবিধ

  • তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার সুদ হ্রাস করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক৷ বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য রিভার্স রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল৷
  • কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম হল ৪৭ হাজার টাকারও বেশি যা সর্বকালীন রেকর্ড৷

 

খেলা

  • করোনা ভাইরাস সংক্রমণে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার নর্মান হান্টার প্রয়াত হলেন, বয়স হয়েছিল ৭৫৷ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন৷ লিডস ক্লাবের কিংবদন্তী ফুটবলার ছিলেন তিনি৷
  • এবছরের পর ধারাভাষ্যকারের কাজ থেকে অবসর নেবেন বলে জানালেন মাইকেল হোল্ডিং৷ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার হোল্ডিং টানা ২১ বছর ধারাভাষ্যকারের কাজ করছেন৷