কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই, ২০১৯

667
0
Current Affairs 17 july 2019

আন্তর্জাতিক

  • ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন জার্মানির উর্সুনা ফন ডেয়ার লেয়েন। ১ নভেম্বর কাজ শুরু করবেন তিনি। এই প্রথম কোনো মহিলা এই পদে নির্বাচিত হলেন।
  • মার্কিন মহিলা বিজ্ঞানী সুজান এটনকে নৃশংস অত্যাচার চালিয়ে খুন করা হল। ঘটনাটি ঘটেছে গ্রিসে। জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটে গবেষণারত ওই বিজ্ঞানী একটি সম্মেলনে যোগ দিতে গ্রিসে গিয়েছিলেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
  • ইউরোপে এবছর ছিল ইতিহাসে উষ্ণতম জুন মাস, জানাল নাসা। ফ্রান্সে তাপমাত্রা ওঠে ১১৪.৬ ডিগ্রি ফারেনহাইটে (৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ফ্রান্স এই প্রথম ৪৫ ডিগ্রি ছাড়াল), তার আগে উষ্ণতম ছিল ১১৪.৪ ডিগ্রি, ২০০৩ সালের ১২ আগস্ট। তাছাড়া ইউরোপের ৮টি দেশেরও সর্বকালীন উষ্ণতম জুন মাস ছিল এবার।

জাতীয়

  • ভারতীয় চর সন্দেহে পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিল দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত। রায় পুনর্বিবেচনা না করা পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে এই আদালত। ১৬ সদস্যের বেঞ্চের ১৫ জনই এই রায় দি্য়েছেন। একমাত্র ভিন্নমত ছিলেন বেঞ্চের পাক বিচারতি তাসাদুক হুসেন জিলানি। ২০১৬ সালের মার্চ মাসে গ্রেপ্তার হন কুলভূষণ। ২০১৭ সালের ৮ মে ভারত আন্তর্জাতিক আদালতে যায়। কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হল।
  • জাতীয় তদন্তকারী সংস্থা সংক্রান্ত সংশোধনী বিল পাশ হল রাজ্য সভায়। গতকাল তা লোকসভায় পাশ হয়েছিল। বিদেশের ভারতীয় নাগরিক ও দেশের সম্পত্তির ওপর তদন্ত চালানোর আইনি বৈধতা মিলবে এই বিল আইনে পরিণত হলে।

বিবিধ

  • দেউলিয়া বিধিতে পরিবর্তন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্ষেত্রে ঋণের টাকা ফেরতের সময়সীমা বাড়িয়ে ৩৩০ দিন করা হল। কোম্পানি আইনের ৪৩টি প্রস্তাবিত সংশোধনীও অনুমোদন করল মন্ত্রিসভা।
  • বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস সহ দুটি রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা বিলগ্নীকরণের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ঠিক হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রসঙ্গত, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস গত অর্থবর্ষে ২৫ কোটি টাকা মুনাফা করেছিল।
  • নাটক ও চলচ্চিত্র জগতের এক সময়ের বিশিষ্ট অভিনেতা স্বরূপ দত্ত (৭৮) প্রয়াত হলেন। ‘হারমোনিয়াম’, ‘সাগিনা মাহাতো’, ‘পিতা পুত্র’, ‘মা ও মেয়ে’ প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেন।

খেলা

  • ডুরান্ড কাপ এবার বাংলায় আয়োজিত হবে বলে জানানো হল। এবার প্রতিযোগিতার ১২৯ বছর। এই প্রথম বাংলায় তা অনুষ্ঠিত হতে চলেছে। ১৮৮৮ সালে সূচনা হয়েছিল ডুরান্ড কাপের। ৫টি মাঠে খেলাগুলি হবে (যুবভারতী, ইস্টবেঙ্গল, মোহনবাগান, কল্যাণী ও শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম)।
  • শতবর্ষ উদ্‌যাপনে একগুচ্ছ প্রাক্তন ফুটবলারকে সম্মানিত করার সিদ্ধান্ত জানাল ইস্টবেঙ্গল। আইকন ফুটবলার, শ্রেষ্ঠ কোচ, ভারত গৌরব পুরস্কার পাবেন যথাক্রমে বাইচুং ভুটিয়া, পিকে ব্যানার্জি ও কপিল দেব। ইস্টবেঙ্গলের হয়ে ময়দানে খেলেছিলেন কপিল। জীবনস্মৃতি সম্মান পাবেন মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গঙ্গোপাধ্যায়।
  • জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের অনীশ ভানওয়ালা।
  • চেক প্রজাতন্ত্রে তাবো অ্যাথলেটিক্স মিটে মেয়েদের ২০০ মিটারে সোনা জিতলেন ভারতের হিমা দাস। গত ২ সপ্তাহে এটি তাঁর চতুর্থ আন্তর্জাতিক স্বর্ণপদক।