কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-18 | 12:38h
update
2018-12-18 | 12:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • গায়িকা শাকিরার বিরুদ্ধে ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ করল স্পেন সরকার। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি স্পেনে ছিলেন। স্পেন সরকারের দাবি, কাতলান প্রদেশে থাকলেও তিনি নিজেকে বাহামোসের বাসিন্দা বলে দাবি করে কর ফাঁকি দিয়েছেন।
  • মস্তক মুণ্ডিত করে দক্ষিণ বেজিংয়ের হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন ৪ জন তরুণী স্ত্রী। রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খোলায় তাঁদের স্বামীদের আটকে রেখেছে প্রশাসন। কিন্তু বিচার ও শাস্তির প্রক্রিয়া জানানো হয়নি। এর প্রতিবাদেই ‘ওয়াইফ’ বিক্ষোভে শামিল হলেন তাঁরা।
  • মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলি প্রথম বিদেশ সফরে এলেন ভারতে। মালদ্বীপকে ১৪০ কোটি ডলার অর্থ সাহায্যের কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement

 

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাতরেনিকোনায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘পেটি’ বা পেতাই। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেল।
  • মুম্বইয়ের পূর্ব আন্ধেরির ইএসআইসি কামগড় সরকারি হাসপাতালে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। এই ঘটনায় ৬ জন রোগীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল।
  • মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করলেন কমলনাথ। রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে অশোক গেহলট এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেশ বাঘেলও এদিন শপথ নিলেন।
  • ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় মামলায় প্রবীণ কংগ্রেস নেতা সজ্জন কুমারকে আমৃত্যু কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট।

 

বিবিধ

  • চেন্নাইয়ে অনলাইনে ওষুধ কেনাবেচা নিষিদ্ধ করল মাদ্রাজ হাইকোর্ট। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আইন প্রণয়ন না করা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানানো হল।
  • জৈব জ্বালানি দিয়ে প্রথমবার যুদ্ধবিমান ওড়াল ভারতীয় বায়ুসেনা। বিমান জ্বালানি এটিএফ-এর সঙ্গে ১০ শতাংশ জৈব জ্বালানি মিশিয়ে চণ্ডিগড় থেকে ওড়ানো হল এএন৩২ বিমানটি।

 

খেলা

  • পারথ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ২৪৩ রানে। এর পরই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। এদিন জেতার জন্য ২৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান (অপরাজিত ২৬৪) করলেন নিউজিল্যান্ডের টম লাথাম।
  • স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে লেভান্তের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। এটি তাঁর কেরিয়ারে ৪৯তম হ্যাট্রিক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 02:04:44
Privacy-Data & cookie usage: