কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০১৯

959
0

আন্তর্জাতিক

  • টানা পাঁচ বছর সওয়াল জবাবের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তানের প্রাক্তন সেনাশাসক তথা রাষ্ট্রপতি পারভেজ মোশারফকে ফাঁসির সাজা দিল পাকিস্তানের বিশেষ আদালত। সেই দেশের বিচারব্যবস্থার ইতিহাসে বিরল ঘটনা।২০০৭ সালের নভেম্বর মাসে পাকিস্তানের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেছিলেন মোশারফ। যা বিশেষ আদালতের মতে রাষ্ট্রদ্রোহের শামিল।
  • এক খনি দুর্ঘটনায় চিনে ১৪ জনের মৃত্যু হল।

 

জাতীয়

  • সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে স্মারকলিপি দিল মিলিত ভাবে বহু বিরোধী দল। সেই দলে তৃণমূলের ডেরেক ওব্রায়েন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝা-র মতো নেতারা থাকলেও ছিল না শিবসেনা, আম আদমি পার্টি, জম্মু-কাশ্মীরের পিডিপির মতো দলের কোনো প্রতিনিধি।
  • জামিয়া মিলিয়া কাণ্ডে ‘ধৃতেরা ছাত্র নয়’ বললেন অমিত সাহ। প্রতিবাদে সরব জামিয়া কর্তৃপক্ষ। চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খানের প্রশ্ন, অনুমতি না নিয়ে পুলিশ কেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে? উল্লেখ্য, ২০০৮ সালে বাটলা হাউস সংঘর্ষের পরে জামিয়ার দুই পড়ুয়া তালিকায় নাম পাওয়া গিয়েছিল দুই ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ জঙ্গির। রাজধানীর অন্যত্র ছড়িয়ে পড়ল বিক্ষোভের আগুন। জামিয়া কাণ্ড ও নাগরিকত্ব বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে ভোপাল, হায়দরাবাদ ও পুণেতেও। সেই বিক্ষোভে শামিল কলকাতাও।
  • নাগরিকত্ব বিল বিলোপের দাবি নিয়ে কথামতো তিন দিনের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পথ হাঁটলেন যাদবপুর থেকে ভবানীপুর। সেই মিছিলে নানাস্তরের মানুষের সঙ্গে পা মেলালেন দুই অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীও, যাঁরা সংসদে ভো্টাভুটির দিনে অনুপস্থিত ছিলেন।
  • নাগরিকত্ব আইন ঘিরে ভারতের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর প্রেক্ষিতে পর্যটকদের জন্য সতকর্বার্তা (ট্রাভেল অ্যাডভাইজারি) জারি করেছে কয়েকটি দেশ। বিশেষত ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে ব্রিটেন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি।
  • গুয়াহাটিতে এক সপ্তাহের পর তোলা হল কার্ফু। খুলল দোকান বাজার দোকান-পাট।
  • উত্তরপ্রদেশে বিচারকের এজলাসেই ফিল্মি কায়দায় বাবা ও ভাইয়ের খুনের বদলা নিল ছেলে।মঙ্গলবার হাড় হিম করা এমন ঘটনা ঘটেছে আদালত চত্বরে।

 

বিবিধ

  • মুডি’জ এর পর অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আই এমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোবিন্দ। অন্যদিকে ভালোই বাড়ছে শেয়ার বাজার।মঙ্গলবার সেনসেক্স ৪১৩.৪৫ পয়েন্ট বেডে ৪১,৩৫২,১৭ অঙ্ক ছুঁয়ে সৃষ্টি করল নতুন নজির।
  • অর্থনীতির গতি শ্লথ।যার জেরে চলতি অর্থবর্ষে প্রত্যাশা ছোঁয়নি জিএসটি আদায়।এই অবস্থায় ২০১৯-২০ সালের শেষ চার মাসে ১.১ লক্ষ কোটি টাকা করে জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করল কেন্দ্র।
  • পুরুষ ও মহিলার ব্যবধানের নিরিখে আন্তর্জাতিক তালিকায় ৪ ধাপ নেমে গেল ভারত। বিশ্বে ভারতের স্থান বর্তমানে ১১২।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও মাঝপথে ড্রপ আউটের সংখ্যা এ রাজ্যে বেশি, জানাল কেন্দ্রীয় রিপোর্ট।
  • প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা শ্রীরাম লাগু।বয়স হয়েছিলেন ৯২ বছর। পেশায় চিকিতসক হয়েও অভিনয়ের টানে রঙিন পর্দার জগতে পদার্পণ।বহু উল্লেখযোগ্য ছবিতে তাঁর অভিনয়ের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
  • আসন্ন ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার এ বছরের থিম রাশিয়া।শুরু ২৯ জানুয়ারি, সেন্ট্রাল পার্কে। শেষ ৯ ফেব্রয়ারি।

 

খেলা

  • আইসিসি-র ক্রিকেট বর্ষসেরারর তালিকায় স্বীকৃতি মন্ধানা এবং ঝুলন গোস্বামী।
  • মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বেসিল বুচার। ৪৪টি টেস্ট, সাতটি শতরান ও ৩১০৪ রানের নজির আছে এই ক্রিকেটারের।