কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মার্চ, ২০১৯

750
0
Current Affairs 17 March 2019

আন্তর্জাতিক

  • ক্রাইস্ট চার্চে জঙ্গি হানায় মৃতের সংখ্যা বেডে হল ৫০। এই ঘটনার মূল অভিযুক্ত ব্লেন্টন ট্যারান্ট ছিল স্থানীয় একটি বিদ্যালয়ের শারীর শিক্ষার প্রশিক্ষক। হামলার ৯ মিনিট আগে সে ৭৪ পাতার ইশতেহার পাঠিয়েছিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে। এদিকে জঙ্গিহানা রুখতে গিয়ে নিহত পাক নাগরিক নইম রশিদকে জাতীয় সম্মান দেওয়ার ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
  • ফ্রান্সে পুনরায় তীব্র হয়ে উঠল ইয়েলো ভেস্ট আন্দোলন। ১৮তম সপ্তাহ পর্যন্ত গড়াল এই বিক্ষোভ।এদিন প্যারিসের বিভিন্ন অভিজাত বিপণিগুলিতে ভাঙচুর, লুঠপাট চালানো হয়।

 জাতীয়

  • মনোহর পারিক্কর (৬৩) প্রয়াত হলেন। তিনি ছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়ার ৩ বারের মুখ্যমন্ত্রী। অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন তিনি। পারিক্কর বম্বে আইআইটি –র প্রাক্তন স্নাতক।
  • দেশের প্রথম লোকপাল হতে পারেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। বর্তমানে তিনি জতীয় মানবাধিকার কমিশনের সদস্য। ২০১১ সালে লোকপাল গঠিত হলেও এখনও তার চেয়ারম্যান পদে কেউ নিযুক্ত হননি।

বিবিধ

  • দেশে গত ৭ বছর ধরে ক্রমাগত কমছে বেসরকরি লগ্নি।২০১০-১১ অর্থবর্ষে তা ছিল ৩,৭০,৬০০ কোটি টাকা। এই অর্থ বর্ষে তা ১,৪৮,৭০০ কোটি টাকা হয়েছে। আবুধাবি বিমান বন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত উড়ান বাতিল করল জেট এয়ারএয়েজ।
  • প্রয়াত হলেন অভিনেতা চিন্ময় রায় (৭৯)। ছয়ের দশক থেকে শুরু করে অসংখ্য বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন।

 খেলা

  • হিরো ইন্ডিয়ান সুপার লিগ জিতল বেঙ্গালুরু এফসি। এই প্রথমবার তারা আইএসএল চ্যাম্পিয়ন হল। এদিন ফাইনালে তারা হারাল এফসি গোয়াকে। জয়সূচক গোলটি করলেন রাহুল ভেকে।গত বছর রানার্স হয়েছিল বেঙ্গালুরু। তারাই একমাত্র দল যারা আই লিগ এবং আইএসএল উভয় খেতাবই জিতেছে।
  • জুনিয়ার এশীয় কুস্তি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ভারতের থেকে ফিরিয়ে নিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা।