কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ সেপ্টেম্বর ২০১৮

707
0
Current Affairs 17 September 2018

জাতীয়

  • আগামী ৩০ সেপ্টেম্বর ত্রিপুরার ৩৫৬টি ব্লকের ৩৩৮৬টি আসনে পঞ্চায়েত উপনির্বাচন হওয়ার কথা। ৭টি জেলাপরিষদ সহ ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিষ্পত্তি হয়েছে। সংবাদে প্রকাশ, মাত্র ১৬১টি আসনে নির্বাচন হবে ওই দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর এই চিত্র স্পষ্ট হল।
  • পুণেতে সমাপ্ত হল বিমস্টেক মিলেক্স বা বিমস্টেক দেশগুলির যৌথ সামরিক মহড়া। বিমস্টেক সদস্যভুক্ত দেশ ভারত, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই মহড়ায় অংশ নিল। অংশ নেয়নি নেপাল ও থাইল্যান্ড।

 আন্তর্জাতিক

  • হাঙরের হামলায় প্রাণ গেল একজন মার্কিনির। ম্যাসাচুসেটসের কেপ রডের নিউকম্ব সমু্দ্র সৈকতে এই ঘটনা ঘটেছে। তীর থেকে ৩০ ফুট দূরে ছিলেন বছর ছাব্বিশের আর্থার মেডিকা। ম্যাসাচুসেটসে এর আগে ১৯৩৬ সালে শেষবার হাঙরের হামলায় কারও মৃত্যু হয়েছিল।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সময় কেনা ১০২টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলল বর্তমান প্রশাসন। তার মধ্যে ৮টি বুলেট প্রুফ গাড়ি সহ ৩৪টি বিক্রি হল এদিন।
  • বাংলাদেশের কক্সবাজারের কুতুপাংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ত্রাণ প্রকল্প ‘অপারেশন ইনসানিয়ত’-এ ভারত ২০ হাজার স্টোভ ও ১১ লক্ষ লিটার কেরোসিন দিল।

খেলা

  • এশিয়া কাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। এদিন তারা ৯১ রানে হারল আফগানিস্তানের কাছে। এর আগে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশও। এদিন ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন আফগান ব্যাটসম্যান রহমত শাহ।
  • ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত যুব টেবল টেনিস প্রতিযোগিতায় সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন ভারতের পয়াস জৈন।

বিবিধ

  • ব্যাঙ্ক অব বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক এই তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মেশানোর জন্য প্রস্তাব দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তিন ব্যাঙ্কের কর্মী সংখ্যা যথাক্রমে ৫৬৩৬১, ১৩৪৪০ ও ১৫৮৭৪। শাখা সংখ্যা যথাক্রমে ৫৫০২, ১৮৫৮ এবং ২১২৯। সংযুক্তকরণের পর দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে তা পরিণত হবে। এতে ব্যাঙ্কের ভিত পোক্ত হবে বলে আশা।
  • একদিনে শেয়ার সূচক সেনসেক্স ৫০৫.১৩ অঙ্ক এবং নিফটি ১৩৭.৪৫ অঙ্ক পড়ল।
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে দাঁড়াল। মহারাষ্ট্রের কিছু শহরে তা ৯০ টাকা পেরিয়ে গেল। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৮৪.০১ এবং ৭৫.৭২ টাকা।