কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ আগস্ট ২০১৮

schedule
2018-08-20 | 13:46h
update
2018-08-22 | 07:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দিল্লির সঙ্গম বিহার থেকে ধরা পড়ল ৬২ বছরের কুখ্যাত মহিলা অপরাধী বসিরান বেগম ওরফে মাম্মি। তার বিরুদ্ধে ১১৩টি মামলা রয়েছে। ৮ ছেলেকে নিয়ে সংগঠিত অপরাধ চালাত বলে অভিযোগ। বড় ছেলের নামে ৪২টি মামলা রয়েছে। অন্য ছেলেদের বিরুদ্ধেও বিস্তর মামলা।
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম হরিদ্বারের হর কি পৌরি ঘাটে বিসর্জন দেওয়া হল।
  • কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭০। এখানকার বন্যায় উদ্বেগ প্রকাশ করে সাহায্যের জন্য আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। পশ্চিমবঙ্গ সরকার ১০ কোটি টাকা সাহায্যের আশ্বাস দিল।

আন্তর্জাতিক

  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কঠোর সমালোচনা করলেন বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শরিফের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ৫২৪ জন পরিচারক, ৩৩টি বুলেটপ্রুফ গাড়ি সহ ৮০টি গাড়ি ছিল। ২টি বুলেটপ্রুফ গাড়ি রেখে বাকি সব গাড়ি নিলাম করে সরকারি কোষাগারে টাকা জমা করা হবে বলে জানালেন তিনি।
  • পুনরায় ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে। কম্পনের মাত্রা রিখটার স্কেল অনুযায়ী ছিল ৬.৪।
  • দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সঙ্গী তথা কুখ্যাত অপরাধী জাবির সিদ্দিকি ওরফে জাবির মোতিকে লন্ডন পুলিশ গ্রেপ্তার করল। সে দাউদ গোষ্ঠীর ‘ফিনান্স ম্যানেজার’ বলে জানা গেছে।
Advertisement

খেলা

  • লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩২৯ রানে। এরপর ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১৬১ রানে। ৫ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া (৬-১-২৮-৫)। অভিষেক টেস্টেই ৫টি ক্যাচ ধরলেন ঋষভ পন্থ। এশিয়ার মধ্যে প্রথম ক্রিকেটার হিসাবে তিনি এই নজির গড়লেন। ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করল ১২৪ রান।
  • জাকার্তা এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদকটি এনে দিলেন চান্ডিলা-রবি কুমার জুটি। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম শুটিংয়ে তাঁরা জিতলেন ব্রোঞ্জের পদক। এবারের এশিয়াডে ভারতকে প্রথম সোনার পদকটি এনে দিলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সোনা জিতলেন ২৪ বছরের বজরং। পরপর ৪টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি।
  • বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তাঁর দল ৩-০ গোলে হারাল ডেপোর্তিভো আলাভেসকে। মেসির প্রথম গোলটি হল লা লিগায় বার্সেলোনার ৬০০০তম গোল।

বিবিধ

  • চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে ভারতে ইস্পাত আমদানি যথাক্রমে ৩১ ও ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক এই তথ্য জানাল।
  • এটিএম-এ টাকা ভরার জন্য নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র। এগুলি কার্যকর করতে হবে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন বেসরকারি সংস্থার প্রায় ৮০০০ গাড়ি প্রতিদিন ১৫০০০ কোটি টাকা দেশের এটিএমগুলিতে ভরে। নতুন নির্দেশ চালু হলে এই টাকা ভরার সময়সীমা হবে রাত ৯টা ও গ্রামাঞ্চলে সন্ধে ৬টা পর্যন্ত, তারপরে আর টাকা ভরা যাবে না।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 15:53:50
Privacy-Data & cookie usage: