জাতীয়
- চাকরির পরীক্ষায় নকল করতে সাহায্যের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পু্লিশ কনস্টেবল পদে পরীক্ষা নিয়ে এই দুর্নীতি চলছিল।
- তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। এদিন কলকাতার তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি এবং গত ১০ বছরে মহানগরীর জুন মাসের সর্বাধিক তাপমাত্রা। প্রসঙ্গত, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয় ৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ হয়। স্কুলগুলিতে ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানাল পশ্চিমবঙ্গ সরকার।
আন্তর্জাতিক
- জার্মান বহুজাতিক ফক্সভোগেন সংস্থার অডি ইউনিটের সিইও রুপার্ট স্ট্যাডলারকে গ্রেপ্তার করল মিউনিখ পুলিশ। দূষণ কেলেঙ্কারির জেরে এই পদক্ষেপ। ২০১৫ সালে প্রথমবার অডি গাড়ির দূষণ কমিয়ে দেখানোর দুর্নীতি সামনে এসেছিল। তবে রুপার্টের মতো শীর্ষকর্তাকে গ্রেপ্তারের ঘটনা আগে ঘটেনি।
- শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল জাপানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। সবথেকে ক্ষতি হয়েছে ওসাকার। ভূমিকম্পে ৩ জনের মৃত্যুর খবর জানা গেছে।
- ৬ বছরের কারাদণ্ড হল স্পেনের রাজা ফিলিপের বোন ক্রিস্টিনার স্বামী ইনিয়াকি উরদানগারিনের। তিনি প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড়। কয়েক লক্ষ ইউরো তছরুপকাণ্ডে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
- বাংলাদেশের নতুন সেনাপ্রধান নিযুক্ত হবেন লেফাটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। এদিন একথা জানানো হল।
খেলা
- বিশ্বকাপ ফুটবলে সুইডেন ১-০ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। বেলজিয়াম ৩-০ গোলে হারাল পানামাকে। জোড়া গোল করলেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু। অন্য ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে টিউনিসিয়াকে হারাল। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেন জোড়া গোল করলেন।
বিবিধ
- বিভিন্ন সংগঠনের ডাকে দেশজুড়ে শুরু হল ট্রাক ধর্মঘট। জ্বালানির দাম বৃদ্ধি ও গাড়িবীমার খরচ বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট বলে জানা গেছে।
- আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও ছন্দা কোছরকে ছুটিতে পাঠালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতেই থাকবেন বলে জানানো হল।
- কিংফিশার সংস্থার প্রধান বিজয় মালিয়ার বিরুদ্ধে ৩৭০০ কোটি টাকার দুর্নীতিতে নতুন চার্জশিট পেশ করল ইডি।