কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০১৮

756
0

জাতীয়

  • কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ এবং প্রার্থনা করা মহিলাদের সাংবিধানিক অধিকার। এদিন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল।
  • শিক্ষার অধিকার আইনের সংশোধনী পাশ হল লোকসভায়। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার সংস্থান রয়েছে এই বিলে।
  • ভুয়ো অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে একটি বিল পেশ হল সংসদে। নাম ‘বেআইনি সঞ্চয় প্রকল্প নিষেধাজ্ঞা বিল’।
  • সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই মোদী সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনল টিডিপি। ২০০৩ সালের পর পুনরায় আগামী ২০ জুলাই কেন্দ্রে অনাস্থা প্রস্তাব আলোচনা ও ভোটাভুটি হতে চলেছে।
  • হিমাচল প্রদেশের কাংড়ায় ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২১ বিমান ভেঙে মৃত্যু হল পাইলটের।

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের ‘ওয়াইল্ড বোর’ ফুটবল দলের ১২ জন কিশোর সদস্য ও তাঁদের ২৫ বছর বয়সী কোচ এক্কাপল অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। চিয়াং রাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হলেন তাঁরা। তবে প্রতিটি প্রশ্ন মনোবিদের ছাড়পত্র পাওয়ার পর তবেই পৌঁছেছে তাঁদের কাছে। এদিনই পরিবারের সঙ্গে যোগ দিলেন তাঁরা।
  • ফ্লোরিডায় মাঝ আকাশে দুটি বেসরকারি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। তাঁদের মধ্যে নিশা সেজওয়াল (২২) নামের একজন ভারতীয় রয়েছেন।
  • নিজের জীবনে মহাত্মা গান্ধীর আদর্শের প্রভাব স্বীকার করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এদিন তিনি তাঁর জীবনে ম্যান্ডেলা, গান্ধী, মার্টিন লুথার কিং এবং আব্রাহাম লিঙ্কনের আদর্শের প্রভাব উল্লেখ করলেন। এই দিনটি ম্যান্ডেলা দিবস হিসাবে পালিত হয় বিশ্বজুড়ে।

খেলা

  • আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া। এদিন ফ্রান্সের সোটভিলে ৮৫.১৭ মিটার জ্যাভলিন ছুড়ে তিনি সোনা জিতলেন। অলিম্পিকে সোনাজয়ী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কেশর্ন ওয়ালকট ও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
  • আইনি সমস্যায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল নাইজিরিয়া ফুটবল লিগ।
  • ২০১৭-১৮ মরসুমে বার্সেলোনা ক্লাব ৮০৯ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৭২২৬ কোটি টাকা) মুনাফা করেছে বলে এদিন জানানো হল।
  • ২০১৮-১৯ মরসুমে রঞ্জি ট্রফির প্রতিযোগিতায় ৩৭টি দল অংশ নেবে বলে জানাল বিসিসিআই।

বিবিধ

  • গুগলকে রেকর্ড ৪৩৪ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৭২০ কোটি টাকা) জরিমানা করল ইউরোপীয় প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতার নিয়ম ভেঙে ফোনের অ্যানড্রয়েড সফটওয়ারে তথ্য অনুসন্ধানে তারা একচেটিয়াভাবে বাজার দখলের সুবিধা নিয়েছে বলে এই বিপুল জরিমানা করা হল। গত বছরই অন্য একটি অভিযোগে গুগলকে ২৪২ কোটি ইউরো জরিমানা করেছিল এই কমিশন।
  • চিনি কলগুলিতে আখ কেনার ন্যূনতম দাম বৃদ্ধি করল কেন্দ্র। ২০১৮-১৯ মরসুমে প্রতি কুইন্টালে ন্যূনতম দর ২০ টাকা বাড়িয়ে করা হল ২৭৫ টাকা।