কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-19 | 11:12h
update
2018-12-19 | 11:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ৬ বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেলেন ভারতীয় নাগরিক হামিদ নিহাল আনসারি। ২০১২ সালে ফেসবুকে আলাপ হওয়া এক পাকিস্তানি বান্ধবীর সঙ্গে দেখা করতে জাল নথি নিয়ে পাকিস্তানে ঢুকে বন্দি হয়েছিলেন তিনি। এর জন্য ৩ বছরের কারাদণ্ড হয় তাঁর। তাঁকে দেশে ফেরাতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বিশেষ ভূমিকা নিয়েছিল।
  • আবু ধাবিতে তালিবান জঙ্গিদের সঙ্গে বৈঠকে বসলেন আফগান সরকারের প্রতিনিধিরা।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক, ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবন নিয়ে ১৭টি তদন্ত চলছে বলে জানা গেল।
Advertisement

 

 জাতীয়

  • আগে থেকে অমুমতি নেওয়া থাকলে সাধারণ মানুষও নজরদারির কাজে ড্রোন ওড়াতে পারবেন বলে জানাল ডিরেক্টর অব সিভিল অ্যাভিয়েশনস।
  • শবরীমালা মন্দিরে প্রবেশ করলেন ৪ জন রূপান্তরকামী। তাঁরা হলেন অনন্যা, ত্রুপ্তি, রেঞ্জুমোল, অবন্তিকা।
  • ৬ লক্ষ পরিবারের ৬২৫ কো্টি টাকা বিদ্যুৎ বিল মকুব করল গুজরাট সরকার। ৬০০ কোটি টাকার কৃষিঋণ মকুব করল অসম সরকার।
  • গুজরাটে আমরেলি জেলার গির অরণ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩টি সিংহের।
  • দেশের আর অন্য কোনো রাজ্যের নাগরিকদের জন্য অসমের ধাঁচে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরি করা হবে না বলে জানিয়েছে কেন্দ্র।

 

 বিবিধ

  • আগামী ২৯ ডিসেম্বর থেকে দেশে কেবল এবং ডিটিএইচ সংযোগে টেলিভিশন দেখার নতুন বিধি কার্যকর হবে। নতুন এই ব্যবস্থায় দর্শকরা যে সব চ্যানেল দেখবেন শুধু সেগুলোর জন্যই মাসুল দিতে হবে। এ ছাড়াও জিএসটি সহ ১৫৪ টাকায় ১০০টি ফ্রি চ্যানেল দেখা যাবে। এ কথা জানিয়েছে ট্রাই।
  • ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৭০.৪৪ টাকা প্রতি ডলার।

 

খেলা

  • পারথে দ্বিতীয় টেস্টে পরাজিত হল ভারত। পারথ টেস্টে ভারত দ্বিতীয় টেস্টে ১৪০ রান করল। এর ফলে ১৪৬ রানে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয়ী হল। টেস্ট সিরিজ হল ১-১
  • সন্তোষ ট্রফিতে বাংলার কোচ নিযুক্ত হলেন বিশ্বজিত ভট্টাচার্য। গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী। সন্তোষ ট্রফিতে ৯ বার চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য ছিলেন বিশ্বজিত। কোচ হিসাবে এর আগে একবার সন্তোষট্রফিতে বাংলার কোচ হয়েছিলেন তিনি।সেবার সফল হয়নি বাংলা।
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল হোসে মোরিনহোকে। ২০১৬ সালে তিনি কোচ নিযুক্ত হয়েছিলেন। তাঁর প্রশিক্ষণ কমিউনিটি শিল্ড, লিগ কাপ, উয়েফা ইউরোপা লিগ জিতেছিল ম্যান ইউ। এ মরসুমে শেষ ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছিল দলটি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 16:58:11
Privacy-Data & cookie usage: