কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০১৮

schedule
2018-05-19 | 08:32h
update
2018-05-19 | 08:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ১৯ মে বিকেল ৪টের সময় কর্নাটক বিধানসভায় আস্থা ভোট গ্রহণের জন্য সদ্য শপথ নে€ওয়া মুখ্যমন্ত্রী বিএস ইয়েদ্যুরাপ্পাকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কর্নাটকের রাজ্যপাল বজুভাই বালা আস্থা ভোট গ্রহণের জন্য তাঁকে যে ১৫ দিন সময় দিয়েছিলেন, তা খারিজ করল সর্বোচ্চ আদালত। এরই মধ্যে প্রথা ভেঙে বয়োজ্যেষ্ঠ বিধায়ক পিভি দেশপান্ডের পরিবর্তে প্রোটেম স্পিকার পদে প্রাক্তন স্পিকার কে জি বোপ্পাইয়াকে নিয়োগ করে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী ইয়েদ্যুরাপ্পা।
  • কাবেরী জল বণ্টন মামলায় কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত কাবেরী ম্যানেজমেন্ট স্কিমকেই অনুমোদন করল সুপ্রিম কোর্ট।
  • জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর ছোঁড়া মর্টারে মৃত্যু হল ৪ গ্রামবাসীর।
  • সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্তি চেলমেশ্বর অবসর নিলেন। অবসরের আগে কর্মজীবনের শেষ দিনে তিনি প্রথা মেনে প্রধানবিচারপতির সঙ্গে এক€ই বেঞ্চে বসে বিভিন্ন মামলা শুনলেন।
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে সাম্মানিক ডি লিট দেওয়ার সিদ্ধান্ত জানাল নজরুল বিশ্ববিদ্যালয়।
Advertisement

আন্তর্জাতিক

  • কিউবায় বিমান ভেঙে মৃত্যু হল শতাধিক যাত্রীর। হাভানা থেকে ওলগিল যাওয়ার পথে ১০৪ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মী সহ ভেঙে পড়ে ৭৩৭ বোয়িং বিমানটি। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
  • স্কুল প্রাঙ্গণ পুনরায় রক্তাক্ত হল মার্কিন মুলুকে। এদিন টেক্সাসে সান্টা ফে হাইস্কুলে এক আততায়ীর নির্বিচার গুলিতে ১০ জনের মৃত্যু হল। আততায়ীকে আটক করা হয়েছে। চলতি বছরে স্কুলে ২২ বার বন্দুকবাজের হামলা হয়েছে মার্কিন মুলুকে।

খেলা

  • টেস্ট ক্রিকেটে কে আগে ব্যাট বা বল করবে তা নির্ধারণে ‘টস’ করার প্রথা তুলে দেওয়ার ইঙ্গিত দিল আইসিসি। সে ক্ষেত্রে সফরকারী দলের অধিনায়কই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
  • ইস্টবেঙ্গলের কোচ নিযুক্ত হলেন বাস্তব রায়। তিনি টিডি সুভাষ ভৌমিকের অধীনে দলকে প্রশিক্ষণ দেবেন।
  • মনসুর আলি খান পতৌদি স্মৃতি বক্তৃতা দেওয়ার জন্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে আমন্ত্রণ জানাল বিসিসিআই। প্রথমে কুমার সঙ্গকারাকে ডাকা হয়েছিল। তিনি সময় দিতে না পারায় পিটারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিবিধ

  • শেয়ার সূচক সেনসেক্স এদিন ৩০০.৮২ অঙ্ক নেমে গেল। গত ৭দিন সেনসেক্স নেমেছে ৬৮৭.৪৯ পয়েন্ট।
  • ভূষণ স্টিলের ৭২.৬৫ শতাংশ অংশীদারী গ্রহণ সম্পূর্ণ করল টাটা স্টিল।
  • কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থাটি তাদের দেউলিয়া ঘোষণার দাবি জানাল আদালতে। ফেসবুকের তথ্য ফাঁসের অভিযোগে সংস্থাটি আগেই বন্ধ হয়েছিল।
  • কান চলচ্চিত্র উৎসবে সম্মান জানানো হল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। ‘মম’ ছবিতে অভিনয়ের জন্য প্রদত্ত ওই পুরস্কার গ্রহণ করলেন পরিচালক সুভাষ ঘাই।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 22:53:58
Privacy-Data & cookie usage: