কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে, ২০১৯

644
0

আন্তর্জাতিক

  • মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর প্রাক্তন গুপ্তচর কেভিন ম্যালোরিকে (৬২) ২০ বছরের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তিনি চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন বলে অভিযোগ। সাম্প্রতিককালে তিন জন প্রাক্তন মার্কিন গোয়েন্দা চিনের হয়ে চরবৃত্তি করে ধরা পড়লেন।
  • অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়লাভ করল লিবারেল পার্টি। বুথ ফেরত সমীক্ষার দাবি নস্যাত করে পরাস্ত হল লেবার পার্টি। পুনর্নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী।
  • ব্রিটেনে নতুন অস্ত্র আইনে শিখ সম্প্রদায়কে কৃপাণ রাখার ছাড়পত্র দেওয়া হল।

 

জাতীয়

  • গোয়ায় এই প্রথমবার বাঘের দেখা পাওয়া গেল। পশ্চিমঘাট পর্বতমালার অংশবিশেষ ভগবান মহাবীর ন্যাশনাল পার্কের ক্যামেরায় ওই ছবি ধরা পড়েছে।
  • ঘূর্ণিঝড় ফণীর দাপটে ২০ লক্ষ গাছ ধ্বংস হয়েছে এশিয়ায়। এই অভাব পূরণে ২০১৯ -২০ অর্থবর্ষে ১৮৮ কোটি টাকা খরচ করে ১৩০ লক্ষ ৫০ হাজার গাছ বসানোর উদ্যোগ নিল ওড়িশা সরকার।

 

বিবিধ

  • এ বছর খরিফ মরসুমে অন্তত ১৭.৮১ লক্ষ চটের বস্তা কিনবে বলে জানাল কেন্দ্র। গত বছর কেন্দ্র কিনেছিল ১৬.৫০ লক্ষ বস্তা।
  • চিন-মার্কিন বাণিজ্য সংক্রান্ত দ্বন্দ্বের মধ্যেই কানাডা ও মেক্সিকোর সঙ্গে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে বাণিজ্যশুল্ক বিষয়ে চুক্তি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে কার্যত বিনা শুল্কে বাণিজ্যে সহমত হল তারা। এই তিন দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য হয় ১-৪ লক্ষ কোটি ডলারের।

 

খেলা

  • ইংল্যান্ডের এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এদিন তারা ফাইনালে ৬-০ গোলে হারাল ওয়ার্ডফোর্ডকে। ফাইনালে হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। ১৯৫৩ সালের পর এই প্রথম এফএ কাপ ফাইনালে কেউ হ্যাট্রিক করলেন। ম্যাঞ্চেস্টার সিটি এবার ত্রিমুকুট জিতে রেকর্ড গড়ল। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারবাও কাপ জেতার পর এফএ কাপ জিতল পেপ গুয়ার্দিওলার দল।
  • আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ক্রিকেট জিতল বাংলাদেশ। তারা ফাইনালে হারাল ওয়েস্ট ইন্ডিজকে।
  • হুইলচেয়ারে টি২০ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান।