কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মার্চ ২০২০

schedule
2020-03-20 | 06:08h
update
2020-03-20 | 06:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রমণিত রোগীর সংখ্যা ২ লক্ষ অতিক্রম করে গেল। এখনও পর্যন্ত ৮২৭৩ জনের প্রাণহানি হয়েছে এই আন্তর্জাতিক মহামারিতে। ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু হল এই সংক্রমণে যা যে–কোনো দেশের ক্ষেত্রেই একটি রেকর্ড। সেখানে করোনা ভাইরাস সংক্রমণে এপর্যন্ত ২৯৭৮ জনের মৃত্যু হয়েছে। ইরানে ১১৩৫ জন, স্পেনে ৬২৩ জন, ব্রিটেনে ১০৪ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে। বাংলাদেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। তবে এরই মধ্যে ধী্র-ধীরে ছন্দে ফিরছে চিন। সেখানে নতুন করে সংক্রমণ ছড়ানোর খবর প্রায় নেই বললেই চলে। শিল্পতালুকগুলিও খুলতে শুরু করেছে।
  • বিশ্বে করোনা সংক্রমণের আতঙ্কে ১০২টি দেশের ৮৫ কোটি ছাত্রছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রয়েছে। ইউনেস্কোর একটি রিপোর্ট এই দাবি করল।
Advertisement

 

জাতীয়

  • দেশে ১৫১ জন করোনা ভাইরাস সংক্রমণের শিকার। বিদেশে ২৭৬ জন ভারতীয় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে সিবিএসই দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখল। মহারাষ্ট্রে সরকারি কর্মীদের একদিন অন্তর কাজে আসতে বলা হল। লে-তে কর্মরত এক জওয়ান এবং পুণেতে এক সেনা অফিসার সংক্রমিত হলেন।

 

বিবিধ

  • পুনরায় ধস নামল শেয়ার বাজারে। মার্কিন শেয়ার সূচক এসঅ্যান্ডপি সাত শতাংশ হ্রাস পাওয়ায় সেখানে লেনদেন স্থগিত রাখা হয়। ভারতে শেয়ারসূচক সেনসেক্স এদিন ১৭০৯.৫৮ অঙ্ক এবং নিফটি ৪৯৮.২৫ পয়েন্ট হ্রাস যায়। ২০১৭ সালের ২ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছে যায় সেনসেক্স, ২৮৮৩৯.৫১ অঙ্কে। গত ১৪ জানুয়ারি তা ছিল ৪১৯৫২.৬৩ অঙ্ক।
  • আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নেমে গেল ২৪ ডলার প্রতি ব্যারল যা ২০০২ সালের পর সবথেকে কম। তবে ভারতে এখনও এর সুফল পাননি ক্রেতারা।
  • প্রথম বাঙালি মহিলা হিসাবে ডাক বিভাগের ডিজি পদে উন্নীত হলেন অরুন্ধতী ঘোষ।

 

খেলা

  • করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ল ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল জয়ী ফ্রান্স দলের সদস্য ব্লেইস মাতুইদির। তিনি জুভেন্তাস দলে খেলেন।
  • ২০০৮ সালের ‘মাঙ্কিগেট’ কাণ্ড তাঁর জীবনের কালো অধ্যায়। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 12:52:20
Privacy-Data & cookie usage: