কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল, ২০১৯

703
0
Current Affairs 19 April 2019

আন্তর্জাতিক

  • দাঙ্গা শুরু হল আয়ারল্যান্ডে। আর সেই দাঙ্গায় মৃত্যু হল সাংবাদিক লায়রা ম্যাকির (২৯)। ইউরোপের ৩০ জন সাংবাদিকের একজন মনে করা হত তাঁকে। উত্তর আয়ারল্যান্ডের লন্ডন বেরিতে দাঙ্গার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। দাঙ্গার কারণ আইরিশদের স্বাধীনতা লাভের দাবি। গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁরা ইউরোপের অন্তর্ভুক্ত থেকে যেতে চান।
  • আকিহিতো পদ ছাড়ার পর ১ এপ্রিল জাপানের নতুন সম্রাট পদে অভিষেক হয় যুবরাজ নারুহিতোর। ‘হেইসে’ যুগের অবসান হয়ে শরু হবে ‘রেওইয়া’ যুগের। এই যুগে জাপানের প্রথম রাষ্ট্রীয় বিদেশি অতিথি হবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিন তা জানানো হল।
  • মালির প্রধানমন্ত্রী সৌমেলু বউবেয়ে মইগা পদত্যাগ করলেন।

জাতীয়

  • ভারত থেকে যাওয়া হজ যাত্রীদের সংখ্যা বাড়িয়ে ২ লক্ষ করল সৌদি আরব।
  • লিবিয়ার গৃহযুদ্ধে অন্তত ৫০০ জন ভারতীয় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁদের সহযোগিতার জন্য ভারতীয় দূতাবাস সক্রিয় রয়েছে বলে জানানো হল।
  • দিল্রির সিগনেচার সেতু থেকে ঝোলা ধাতব তারের ধাক্কায় মৃত্যু হল একজন বাইক চালকের।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শীর্ষকর্তাদের ৭৫ জনকে চিহ্নিত করল ব্যাঙ্ক বোর্ড ব্যুরো (বিবিসি)। তাঁদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হল।
  • পশ্চিমবঙ্গে ২০১৭ সালের জুন মাসে এটিএম-এর সংখ্যা ছিল ১০,৯৬২। এখন তা কমে হল ৯,২০০।
  • প্যারিসের নোৎর দাম গির্জা সংস্কারে অনুদানের অঙ্ক বেড় হল ১২০ কোটি ডলার।

খেলা

  • সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচ হবে পাঞ্জাব এবং সার্ভিসেসের মধ্যে। এদিন লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাঞ্জাব ২-১ গোলে গোয়াকে ও দ্বিতীয় সেমিফাইনালে সার্ভিসেস টাই ব্রেকারে কর্নাটককে হারল (১-১, ৪-৩)।