কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই ২০১৮

schedule
2018-07-21 | 05:49h
update
2018-07-21 | 05:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • রাজস্থানে সরকারি কর্মীদের জন্য বিধি শিথিল করার সিদ্ধান্ত জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এতদিন সেখানে কোন কর্মরত সরকারি কর্মী তৃতীয় সন্তানের জনক বা জননী হলে তাঁকে বাধ্যতামূলক অবসর নিতে হত। এই বিধির অবসান ঘটান হল।
  • ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৮ জন মাওবাদীর মৃত্যু হল।
  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এয়ারসেল ম্যাক্সিস মামলার সূত্রে এই পদক্ষেপ। চিদম্বরম পুত্র কার্তিসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগনামা পেশ করা হল।

আন্তর্জাতিক

  • ইহুদি রাষ্ট্রে পরিণত হল ইজরায়েল। ইজরায়েল হল ইহুদি ধর্মের জন্মস্থল। সেদেশে সংখ্যা গুরু ইহুদিরাই। এদিন জেরুজালেম সংসদে দীর্ঘ বিতর্কের পর ৬২-৫৫ ভোটে ইহুদি জাতি রাষ্ট্র বিলটি পাশ হল। ফলে দেশটির সরকারি ভাষার মর্যাদা হারাল আরবি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দিনটিকে `ঐতিহাসিক’ বলেছেন। আরব দলগুলি এই ঘটনাকে গণতন্ত্রের মৃত্যু বলে অভিযোগ করল।
  • জরুরি অবস্থা প্রত্যাহৃত হল তুরস্ক থেকে। ২০১৬ সালের ২০ জুলাই সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে জরুরি অবস্থা জারি করেছিলেন রাষ্ট্রপতি রেচেপ তায়েপ।
  • প্রাক্তন ব্রিটিশ চর সের্গেই স্ক্রিপাল ও তাঁর কন্যা ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলা কারা চালিয়েছিল, তাদের চিহ্নিত করা গেছে বলে দাবি করল ব্রিটিশ পুলিশ।
Advertisement

খেলা

  • আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এদিন বারাসতে অনুর্ধ্ব ১৯ বছর আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল হারাল মোহনবাগানকে। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না (১-১) হওয়ায় টাইব্রেকার হয় এবং ৪-২ ব্যবধানে ইস্টবেঙ্গল জয়ী হয়। এই নিয়ে ২৯ বার এই ট্রফি জিতল তারা। প্রসঙ্গত, গত ৪ মরশুম ধরে এই প্রতিযোগিতা হচ্ছে অনুর্ধ্ব ১৯ ফরম্যাটে।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ম্যাচের হকি সিরিজের প্রথম টেস্টে ভারত ৪-২ গোলে জয়ী হল।
  • ইংল্যান্ডে ইংল্যান্ড লায়সের বিরুদ্ধে একমাত্র বেসরকারি টেস্টে ভারত `এ’ ২৫৪ রানে পরাস্ত হল।
  • কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে অভিষেক হল শচীন তেন্ডুলকরের পুত্র অর্জু্নের। প্রথম আন্তর্জাতিক ইনিংসে তিনি করলেন শূন্য রান। প্রসঙ্গত, শচীনও জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রান করেছিলেন।

বিবিধ

  • নতুন নকশায় ১০০ টাকার নোট বাজারে আনা হবে। এর রঙ হবে বেগুনি। পিছনে থাকবে গুজরাটের পাটানের `রানি কি ভাব’ এর ছবি। বর্তমান ১০০ টাকার নোটের তুলনায় এর আকার হবে সামান্য ছোট। এদিন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য জানাল।
  • একদিনে টাকার দর পড়ল ৪৩ পয়সা। এদিন প্রতি ডলারে টাকার দাম হল ৬৯.০৫। টাকার দাম এই প্রথম এত খারাপ জায়গায় পৌঁছল।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 04:43:19
Privacy-Data & cookie usage: