কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জানুয়ারী, ২০১৯

554
0
Current Affairs 19 Jan 2018

আ্ন্তর্জাতিক

  • থাইল্যান্ডে একটি বৌদ্ধ মন্দিরে জঙ্গি হানায় মৃত্যু হল ২ বৌদ্ধ ধর্মাবলম্বীর। নারাথিয়াট প্রদেশে এই ঘটনা ঘটেছে। ২০০৪ সাল থেকে জঙ্গি হামলায় থাইল্যান্ডে ২৩ জন বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।
  • মেক্সিকোর হিডালগো প্রদেশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে মৃত্যু হল ৬৬ জনের। ফেটে যাওয়া পাইপলাইন থেকে গ্যাসোলিন চুরির জন্য বালতি নিয়ে ভিড় করছিলেন মানুষজন। সেখানেই বিস্ফোরণ ঘটেছে।
  • ১০ ঘণ্টা ৩৩ মিনিট ৩৮ সেকেন্ড এক দিন হয় শনি গ্রহে। এই তথ্য জানাল নাসার মহাকাশযান ‘ক্যাসিনি’। এই তথ্য এতদিন অজানা ছিল। পৃথিবীর ২৯ বছরে শনির এক বছর হয়।

জাতীয়

  • শবরীমালা মন্দিরে প্রবেশের আগেই ২ জন মহিলাকে নিরাপত্তার কারণে ফেরত পাঠাল কেরল প্রশাসন।
  • গুজরাটে লার্সেন অ্যান্ড টুবরোর আর্মড সিস্টেম কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হবে দেশের প্রথম সংস্থা যেখানে কে ৯ বজ্র সেলফ প্রোপেল্ড হাউইৎজার কামান তৈরি হবে।

বিবিধ

  • প্রয়াত হলেন বংলা সাহিত্যের বিশিষ্টি লেখক অতীন বন্দ্যোপাধ্যায় (৮৫)। তাঁর প্রথম উপন্যাস ‘নীলকণ্ঠ পাখরি খোঁজে’ এবং শেষ উপন্যাস ‘পরমেশ্বরী’। জীবনের বিচিত্র অভিজ্ঞতা নিয়েই তিনি লিখেছিলেন ‘অলৌকিক জলযান’, ‘ঈশ্বরের বাগান’, ‘সমুদ্র মানুষ’, ‘সাগরে মহাসাগরে’, ‘পুতুল’, ‘নীল তিমি’ প্রভৃতি উপন্যাস। পেয়েছিলেন মানিক স্মৃতি পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, সাহিত্য আকাদমি পুরস্কার (২০০১)।

খেলা

  • রঞ্জি ট্রফির ইতিহাসে চতুর্থ ইনিংসে সব থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল সৌরাষ্ট্র। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে তারা জয়লাভ করল। শতরান (১১৬) করলেন ১৯ বছরের হার্ভিক দেশাই। প্রসঙ্গত, রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হবে সৌরাষ্ট্র বনাম কর্নাটক এবং কেরল বনাম বিদর্ভ।
  • পেশাদার বক্সিংয়ের অভিষেকেই জয়ী হলেন ভারতের বিকাশ কৃষাণ। নিউইয়র্কে তিনি ২ রাউন্ডেই টেকনিক্যাল নক আউট করলেন মার্কিন বক্সার স্টিভন আন্দ্রেদকে।
  • অস্ট্রেলীয় ওপেনে মেয়েদের সিঙ্গলসে ভেনাস উইলিয়ামসকে হারালেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। মিক্সড ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল লিয়েন্ডার পেজ-সামান্থা স্টোসুর জুটি।
  • মালয়েশীয় ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন সাইনা নেহওয়াল। কিদাম্বি শ্রীকান্তও বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে।