কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই ২০২০

768
0
current affairs

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে একদিনে কোভিড-১৯ সংক্রমিত হলেন প্রায় ২.৬ লক্ষ মানুষ৷ মোট ১,৪৫,৬৯,৩৫৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ প্রাণহানি হয়েছে ৬,০৭,১৬৭ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৮,৭৭,৭২৫ জন ও ব্রাজিলে ২০,৭৬,৬৩৫ জন আক্রান্ত হয়েছেন৷ এই দুই দেশে প্রাণহানির সংখ্যা যথাক্রমে ১,৪৩,১৭৮ এবং ৭৮,৮৭১৷ সংক্রমণের নিরিখে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা৷ এরই মধ্যে ‘মাস্ক না পরার স্বাধীনতা’ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনি তথা ব্রিটেনের সিংহাসনের সপ্তম দাবিদার বিয়াত্রিচে বিয়ে করলেন ইতালির ধনকুবের এদোয়ার্দো মোপেলি মোৎজিকে৷ রানির মেজো ছেলে অ্যান্ড্রুর বড় মেয়ে বিয়াত্রিচে৷
  • নেপালের সশস্ত্র পুলিশের গুলিতে মৃত্যু হল একজন ভারতীয়ের৷ গরু খুঁজতে-খুঁজতে নো ম্যান’স ল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি৷

 

বিবিধ

  • টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা ৬ কোটি অতিক্রম করল৷ টুইটারে ফলোয়ার সংখ্যার বিচারে তাঁর স্থান ভারতে প্রথম, বিশ্বে তৃতীয়— বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের পরেই৷ প্রসঙ্গত, মোদী/বিজেপির ফেক ফলোয়ার নিয়ে হিসাবও টুইটার-গুগলে ব্যাপকভাবে পাওয়া যায়।
  • পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কুমারীকাজন প্রকল্প এলাকায় কৃত্রিম পদ্ধতিতে পুকুর তৈরি করে মাছ চাষ শুরু করল রাজ্যের সামগ্রিক এলাকা উন্নয়ন পর্ষদ৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮,৯০২ জন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০,৭৭,৬১৮৷ মোট ২৬,৮১৬ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ কর্নাটক সরকার সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে তাদের মোট বেডের অর্ধেক কোভিড চিকিৎসার জন্য সংরক্ষিত রাখতে৷ আন্তঃ জেলা বাস চলাচল বন্ধ করে দিল অসম, তামিলনাড়ু, কর্নাটক৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ২,২৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৩৬ জন প্রাণ হারিয়েছেন৷ মৃতদের মধ্যে ৩ জন প্রবীণ চিকিৎসকও রয়েছেন৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দাবি করেছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে৷

 

 

খেলা

  • ২০০৮ সালে সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে দুটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন ফিল্ড আম্পায়ার স্টিভ বাকনার৷ এদিন তিনি নিজেই তা স্বীকার করলেন৷ ওই দুই সিদ্ধান্তের জেরে ভারত টেস্ট ম্যাচটিতে হেরে গিয়েছিল এবং সিরিজও খুইয়েছিল৷
  • এফএ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি-কে ২-০ গোলে হারাল আর্সেনাল৷ এর আগে তারা লিভারপুলকেও হারিয়েছিল৷ অন্য সেমিফাইনালে চেলসি ৩-১ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারাল৷
  • ম্যাঞ্চেস্টার টেস্টে ২৮৭ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস৷
  • হাঙ্গেরি গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন৷ এই নিয়ে তনি ৮ বার এই খেতাব জিতলেন৷ সর্বোচ্চ ৮ বার কোনো খেতাব জয়ের রেকর্ড এতদিন ছিল কেবল মাইকেল শ্যুমাখারের৷

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল