কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০১৮

schedule
2018-06-20 | 12:26h
update
2018-06-20 | 12:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সরকারি বাসভবনে ৯ দিনের ধরনা প্রত্যাহার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইএএস অফিসারদের সঙ্গে দিল্লি রাজ্য সরকারের বৈঠক ফলপ্রসূ হওয়ার পর এই পদক্ষেপ নিল আম আদমি পার্টি। ধরনা চলেছে ৯ দিন ধরে। এনিয়ে আদালত ভর্ৎসনা করেছিল কেজরিওয়াল সরকারকে।
  • লক্ষ্ণৌয়ের চারবাগ এলাকায় বিরাট ইন্টারন্যাশনাল হোটেলে আগুন লেগে মৃত্যু হল ৫ জন আবাসিকের।
  • কাশ্মীর থেকে প্রকাশিত প্রতিটি সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রাখা হল। শুজাত বুখারি হত্যাকাণ্ডের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হল কাশ্মীর এডিটরস’ গিল্ডের আহ্বানে।
  • জম্মু ও কাশ্মীরে জোট সরকার থেকে বেরিয়ে এল বিজেপি। ৮৯ আসনের (নির্বাচন হয়েছিল ৮৭টিতে) বিধানসভায় পিডিপি, বিজেপি, এনসি এবং কংগ্রেসের বিধায়ক রয়েছেন যথাক্রমে ২৮, ২৫, ১৫ ও ১২ জন। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এদিনই পদত্যাগ করেছেন। জোট সরকার চলেছে ২ বছর ৭৬ দিন।
Advertisement

আন্তর্জাতিক

  • চিন সফরে গেলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জং উন। গত মার্চ মাস থেকে এরই মধ্যে এটি তাঁর তৃতীয়বার চিন সফর।
  • স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা, উপকূলসেনার পর মহাকাশরক্ষী বাহিনী গড়ে তুলবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর দায়িত্বে থাকবেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড। এদিন এই তথ্য জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • ব্রিটেনের ছাত্রভিসার আইন কিছুটা শিথিল করল চিন, মাল্বদ্বীপ, মেক্সিকো, বাহরিন প্রভৃতি দেশগুলির জন্য। প্রত্যাশা থাকলেও ভারতকে এই সুযোগ দেওয়া হয়নি। বেআইনি অভিবাসী এবং মেয়াদ উত্তীর্ণ ভিসায় ব্রিটেনে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ভারত সমঝোতা পত্রে সই না করায় এই পদক্ষেপ বলে জানা গেছে।

খেলা

  • একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল ইংল্যান্ড। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেন্টব্রিজে ৫০ ওভারে তারা ৪৮১ রান করল ৬ উইকেট হারিয়ে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডেরই ৪৪৪ রান ছিল এতদিন রেকর্ড।
  • বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ রাশিয়া ৩-১ গোলে হারিয়ে দিল মিশরকে। পরপর দুই ম্যাচে জয় পেয়ে কার্যত প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল তারা। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন মো সালাহ। এদিন সেনেগাল ২-১ গোলে হারাল পোল্যান্ডকে। কলম্বিয়াকে ২-১ গোলে হারাল জাপান। এদিন ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি পায় জাপান যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৯৮২ সালে উরুগুয়ের বিরুদ্ধে স্কটল্যান্ড ৫২ সেকেন্ডে পেনাল্টি পেয়েছিল।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়ার আপাতত বিলগ্নীকরণ হচ্ছে না বলে জানাল কেন্দ্র। খরচ ছাঁটাইয়ের পথই এখন খোঁজা হচ্ছে বলে জানানো হল।
  • উত্তরপ্রদেশে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে মেগা ফুড পার্ক গড়ার অনুমতি দিল ওই রাজ্যের সরকার। এই অনুমোদন পেতে টালবাহানার জন্য ৬০০০ কোটি টাকার প্রকল্পটি বাতিলের হুমকি দিয়েছিল সংস্থাটি।
  • মার্কিনি পণ্যে চিন সরকার শুল্ক বসালে ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • ‘ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া’ নামক ডিজিটাল বইয়ের সম্ভার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 09:12:57
Privacy-Data & cookie usage: