কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০১৮

schedule
2018-05-21 | 08:00h
update
2018-05-21 | 08:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কর্নাটকে আস্থা ভোটের আগেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদ্যুরাপ্পা। রাজ্যপাল বাজুভাই বালা সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন কংগ্রেস-জেডি(এস) জোটকে। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন এইচ ডি কুমারস্বামী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্র। ২০০৭ সালেও কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন কুমারস্বামী।
  • কাশ্মীরে কিষাণগঞ্জ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ‘ডন’ সংবাদপত্রের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। আর তা হয়েছে খোদ সেনা প্রশাসনের নির্দেশেই। পাকিস্তানের সবথেকে পুরনো ইংরেজি দৈনিক ‘ডন’। গত ১২ মে তারা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফদের বিতর্কিত সাক্ষাৎকারটি ছেপেছিল। সেখানেই মুম্বাই হানায় পাক মদতের বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন শরিফ। ১৫ মে থেকে কাগজটির বিক্রি আংশিকভাবে বন্ধ করা হয়েছে। এদিন এই অভিযোগ করল রিপোটার্স উইদাউট বর্ডারস।
  • উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ’স চ্যাপেলে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রিটিশ রাজকুমার হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। তাঁরা যথাক্রমে ডিউক এবং ডাচেস অব সাসেক্স উপাধি পেলেন।
Advertisement

খেলা

  • কাউন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে ঐচ্ছিক টস প্রথা চালু করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে যে দল ঘরের মাঠে খেলছে না তারা পিচ পরীক্ষার পর প্রথম বল করতে চাইলে আর টস করতে হবে না। অন্যথায় টস করে ঠিক হবে আগে কারা ব্যাট করবে।
  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলাদের হকিতে ভারত গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করল। ভারত ফাইনালে আগেই উঠতে সমর্থ হয়েছে।
  • এফএ কাপ চ্যাম্পিয়ন হল চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে তারা হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ৬ বছর পর চেলসিদল বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল।
  • হকি ইন্ডিয়ার নতুন সভাপতি হলেন রাজিন্দর সিং।
  • রাফায়েল নাদাল ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে হারালেন নোভাক জোকোভিচকে। ৫১তম সাক্ষাতে এটি তাঁর ২৫তম জয়।

বিবিধ

  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিন কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৭০.১২টাকা। অতীতে কখনও ডিজেল এত মহার্ঘ হয়নি। এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৭৮.৬০ টাকা যা ২০১৩ সালের আগস্ট মাসের রেকর্ড ভেঙে দিল।
  • বাণিজ্য সংঘাত মিটিয়ে ফেলতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র হাতে-হাত মিলিয়ে কাজ করবে। সাম্প্রতিক বাণিজ্য বিবাদ মেটাতে দুই দেশের বৈঠক থেকে সমাধান সূত্র মিলেছে বলে এদিন জানানো হল।
  • কেন্দ্র-রাজ্য যৌথ খরচে পশ্চিমবঙ্গে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পরীক্ষার দুটি কেন্দ্র গড়তে কেন্দ্রকে চিঠি লিখল রাজ্য সরকার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 01:29:17
Privacy-Data & cookie usage: