আন্তর্জাতিক
- কানাডার প্রধান বিরোধী দলের নেতা নির্বাচিত হলেন জগমিত সিং। তিনি ভারতীয় বংশোদ্ভূত। এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ ব্যক্তি কানাডার হাউস অব কমন্সে বিরোধী দলনেতার পদ পেলেন।
- বাংলাদেশের রাঙা মাটিতে জঙ্গিরা গুলি করে হত্যা করল আওয়ামি লিগ নেতা সুরেশকান্তি তঞ্চঙ্গ্যাকে। মাত্র ২৪ ঘণ্টা আগে ভোটকর্মীদের ওপর জঙ্গিদের নির্বিচার গুলি বর্ষণের ঘটনায় রাঙামাটিতে নিহতের সংখ্যা বেড়ে হল ৭ জন।
- ব্রেক্সিটের দিন পেছনোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার।
- নেদারল্যান্ডসে ট্রামে হামলার ঘটনায় অভিযুক্ত তুরস্কের নাগরিক গকমেন ট্যানিস (৩৮) অবশেষে ধরা পড়ল।
জাতীয়
- আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল দেশের প্রথম লোকপাল হিসাবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের নাম। লোকপালের চেয়ারম্যান পদে তাঁকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংস্থার বিচার সংক্রান্ত সদস্য হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি দিলীপ ভোঁসলে, বিচারপতি প্রদীপ মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি অজয় ত্রিপাঠী। নন জুডিশিয়াল সদস্য হিসেবে নিযুক্ত হলেন অর্চনা রামসুন্দরম, দীনেশ কুমার জৈন, মহেন্দ্র সিং এবং ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম।
- গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। মনোহর পারিক্করের প্রয়াণে পদটি শূন্য হয়েছিল। প্রমোদ ২ বারের বিধায়ক। তিনি পেশায় আয়ুর্বোদ চিকিৎসক।
বিবিধ
- ক্রাইস্ট চার্চের জঙ্গিহানা নিয়ে ব্যঙ্গচিত্র আঁকলেন হলিউডের অভিনেতা জিম ক্যারি। এই ছবিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্পকে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কার সঙ্গে তুলনা করা হয়েছে। বস্তুত ব্যারি সহ অনেকেই এই হামলার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। শ্বেতাঙ্গপন্থী উগ্র দক্ষিণপন্থার মানসিকতা থাকা ঘাতক ব্রেন্টনও স্বীকার করেছে যে সে ট্রাম্পভক্ত।
- প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা রমেন রায়চোধুরী (৭৫)। সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছারামের বাগান, আবার অরণ্যে প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
খেলা
- পদত্যাগ করলেন জাপান অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট সুনেকাজু তাকেদা। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।
- অনূর্ধ্ব ১৬ ডেভিস কাপ ভারতের বদলে ব্যাঙ্ককে আয়োজিত হবে। পাকিস্তান সহ ১৬টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে।