আন্তর্জাতিক
- বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৪৯৬২৮৮৫ জন৷ মৃত্যু হয়েছে ৩২৩৩৭২ জনের৷ এখনও পর্যন্ত ১৯৪৮১৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন৷ ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়ায় সংক্রমণের প্রকোপ বৃদ্ধি উদ্বেগজনক হয়ে উঠছে৷ এদিকে চিনের “অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক্স” দাবি করল করোনার সম্ভাব্য প্রতিষেধক প্রাণিদেহে প্রয়োগে সুফল মিলেছে৷
- নেপাল-ভারত সীমান্ত বিবাদ মাথাচাড়া দিয়ে উঠল৷ ভারতের লিপুলেখ, কালাপানি, লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের বলে নেপালের নতুন কেটি মানচিত্র অনুমোদন করল তাদের মন্ত্রিসভা৷
জাতীয়
- দেশে করোনা সংক্রমিতের সংখ্যা লক্ষ অতিক্রম করে গেল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ১০১১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৩১৬৩ জনের৷ অবশ্য ৩৯১৭৩ জন সুস্থও হয়ে উঠেছেন৷ ভারতে মাত্র ৬৪ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ১ লক্ষে পৌঁছল৷ মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ইতালিতে যথাক্রমে ২৫, ৩০, ৩৫ ও ৩৬ দিনে আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ১ লক্ষে পৌঁছেছিল৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৫০৫৮, ১১৭৬০ ও ১১৭৪৫৷ এদিন দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে৷
বিবিধ
- দেশে ১ জুন থেকে প্রতিদিন ২০০টি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল৷ এছাড়া বাতানুকূল ১৫টি ট্রেনও চলবে বলে জানানো হল৷
খেলা
- করোনা আবহে আগেই স্থগিত হয়েছিল স্কটিশ লিগ৷ এবার তা বাতিল করে সেলটিক ক্লাবকে পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল৷ এই নিয়ে টানা ৯ বার স্কটিশ লিগ খেতাব জিতল তারা৷ গ্লাসগো এবং রেক্সার্স দলেরও এই নজির রয়েছে৷ গত ১৩ মমার্চ লিগের শেষ ম্যাচটি আয়োজিত হয়েছিল৷