কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০১৯

984
0
Current Affairs 19 September 2019

আন্তর্জাতিক

  • ইজরায়েলের সাধারণ নির্বাচনে ১২০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতৃত্বধানী জোট ৫৫টি আসনে এবং বেঞ্জামিন বেনি গাতজ নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির জোট ৫৭টি আসনে জয়ী হল। দুই নেতাই সরকার গঠনের দাবি জানালেন।
  • তিব্বত ও হংকং নিয়ে চিন-মর্কিন দ্বৈরথ সামনে চলে এল। এদিন চিনের মুখপাত্র গোং শুয়াং বললেন, ‘হংকংয়ের হিংস্র বিক্ষোভকারীদের সমর্থন বন্ধ করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের।’ অন্য দিকে তিব্বতি ধর্মগুরু দলাই লামার উত্তরসূরি বাছাই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তিব্বতের পাশে রয়েছে বলে জানানো হল। মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ হয়েছে এই মর্মে যে, ১৪তম দলাই লামার উত্তরসূরি বাছাইয়ে চিন প্রভাব খাটালে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতীয়

  • বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (হ্যাল)-এর বিমান বন্দর থেকে যুদ্ধবিমান ‘তেজস’-এ চড়লেন ও ওড়ালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন এয়ার ভাইস মার্শাল এন তিওয়ারি। আধ ঘণ্টার সফরে ২ মিনিট নিজেই বিমানটি চালান সিং। এই প্রথম ভারতের কোনো প্রতিরক্ষা মন্ত্রী তেজস বিমান চালালেন। এই যুদ্ধবিমান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
  • জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে মহিলাদের নিয়োগ করা হবে। এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত রূপায়ণ করা হবে। এতদিন পরিকাঠামোগত কারণে মহিলা কর্মীদের নিয়োগ করা যায়নি। এদিন এই তথ্য জানালেন বাহিনীর প্রধান এম এন প্রধান।
  • দেশের পরবর্তী বায়ুসেনা পদে নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল রাকেশ কুমার ভদৌরিয়া। ৩০ সেপ্টেম্বর বি এস ধানোয়া অবসর নেওয়ার পর তিনি নিযুক্ত হবেন বলে এদিন জানাল প্রতিরক্ষামন্ত্রক।

বিবিধ

  • এখনও বিশ্বে প্রসূতি মৃত্যুর হার উদ্বেগের বিষয়। বিশ্বে প্রতি ১১ সেকেন্ডে একজন করে মা বা শিশুর মৃত্যু হয়। এদিন এই তথ্য প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। আফ্রিকার সাব সাহারা অঞ্চলে পরিস্থিতি সব থেকে করুণ বলে উল্লেখ করা হয়েছে।
  • পতন হল শেয়ার বাজারে। এদিন সেনসেক্স ৪৭০.৪১ (১.২৯ শতাংশ) এবং নিফটি ১৩৫.৮৫ অঙ্ক (১.২৫ শতাংশ) হ্রাস পেল। এই পতন গত ১৯ ফেব্রুয়ারির পর সবথেকে বেশি।

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল প্যারিস সঁজা। জুভেন্তাস-অ্যাটলেটিকা মাদ্রিদ ম্যাচ ড্র (২-২) হল। ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারাল শাখতার জোনেক্সকে।
  • কলকাতা লিগে মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়ে দিল পিয়ারলেস।
  • চিন ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বি সাই প্রণীত।