কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-20 | 09:50h
update
2018-09-20 | 09:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক হল আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানির। নিরাপত্তা, ইরানের চাবাহার বন্দর হয়ে সড়ক পথ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে কথা হল দুজনের।
  • তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে অধ্যাদেশ আনল কেন্দ্রীয় সরকার। গত বছর আগস্ট মাসে তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদকে অবৈধ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে একটি বিল লোকসভায় অনুমোদিত হলেও রাজ্যসভায় আটকে রয়েছে।
  • অগ্নিকাণ্ডের ৮৩ ঘণ্টা পর কলকাতার বাগড়ি মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এল বলে জানাল দমকল ও পুলিশ।
Advertisement

আন্তর্জাতিক

  • মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নজিব রজ্জাককে গ্রেপ্তার করা হল। ৬২ কোটি ৮০ লক্ষ ডলার রাষ্ট্রায়ত্ত তহবিল থেকে নিজের অ্যাকাউন্টে নেওয়া সহ আর্থিক তছরুপের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে নজিব ক্ষমতায় থাকার সময় এই অভিযোগ ওঠার পর তিনি এর তদন্ত বন্ধ করে দেন। এই মামলায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে নজিবকে।
  • শান্তি চুক্তি সই করল দুই কোরিয়া। উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এবং মুন জায়ে ইন পরমাণু নিরস্ত্রীকরণের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন।
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর কন্যা মারিয়ম, জামাতা সফদারকে জেল থেকে মুক্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট। যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলাটি হাইকোর্টে বিচারাধীন তাই তাঁদের কারাবাস থেকে মুক্তি দেওয়া হল। তবে তাঁদের দোষী সাব্যস্ত করে নিম্নআদালতের যে রায়, তা খারিজ করা হয়নি।

খেলা

  • এশিয়া কাপে ভারত ৮ উইকেটে হারাল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে ১৬২ রান করেছিল পাকিস্তান।
  • অ্যাডিডাস সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অ্যাথলিট হিমা দাস।
  • জুনিয়র বিশ্ব মিটে রুপো জিতলেন ভারতের গ্রোকো রোমান কুস্তিগির সজন ভানওয়াল। প্রথম ভারতীয় হিসেবে পরপর দুবার তিনি এই প্রতিযোগিতায় পদক জিতলেন।

বিবিধ

  • দেশের ৫৯টি ক্ষেত্রে ৩০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১৯ কোটি টন অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে। সেখান থেকে তেল ও গ্যাস উত্তোলনের জন্য ৫৯টি ক্ষেত্র নিলাম করবে কেন্দ্র। গত বছর প্রথম পর্যায়ে এইরকম ৩০টি ক্ষেত্র নিলাম করেছিল তারা। এদিন তা জানানো হল।
  • এই প্রথম ভারতে নিলামের আয়োজন করছে আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবিজ। মুম্বইয়ে ২৯ নভেম্বর নিমাল হবে। তায়েব মেহতার আঁকা ‘দুর্গা মহিষাসুর মর্দিনী’ ছবিটিও ওই দিনের নিলামে তোলা হবে।

 

 

Current Affairs, Indian Current Affairs, National News, International News, Sports News

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 20:32:01
Privacy-Data & cookie usage: