কারেন্ট অ্যাফেয়ার্স ১ অক্টোবর ২০১৯

686
0

আন্তর্জাতিক

  • পূর্ব অ্যান্টার্টিকার মূল ভূখণ্ড থেকে একটি বিপুলায়তন হিমবাহ বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়ল।এর নামকরণ করা হয়েছে ডি ২৮।এর আয়তন ১৬৩৬ বর্গ কিমি যা গ্রেটার লন্ডনের আয়তনের সমান। উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে এই তথ্য জানালেন বিজ্ঞানীরা।
  • নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল চিনের প্রতিষ্ঠা দিবস।চিনে কমিউনিস্ট শাসনের ৭০ তম বর্ষ ছিল এদিন।চিনের রাষ্ট্রপতি জি শিলপিং অনুষ্ঠানের সূচনা করলেন।অন্যদিকে এদিনও বিক্ষোভে শামিল হয়েছেন হংকংয়ের বাসিন্দারা।

জাতীয়

  • আয়ুষ্মান প্রকল্পের বর্ষপূর্তিতে বিশেষ ডাকটিকিট, স্মারক ও অ্যাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।স্বাস্থ্য পরিষেবার এই সরকারি প্রকল্পে সব রাজ্যকে শামিল হওয়ার ডাক দিলেন তিনি।
  • পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরের নতুন সদর দপ্তর হিসেবে বহুতল ভবন `মৃত্তিকা’ –এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • উত্তরপ্রদেশে বাংলাদেশি-সহ বিদেশিদের চিহ্নিত করার নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্য পুলিশের ডি জি ও পি সাংমা নির্দেশ দিয়েছেন।

বিবিধ

  • সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ৯১৯১৬ কোটি টাকা।এই রাজস্ব গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন।
  • অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশনের হার বৃদ্ধি করতে যষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।  তা ২০২০ সালের প্রথম দিন থেকে কার্যকর হবে। ৭ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী এতে উপকৃত হবেন।
  • আই এম এফ-এ ভারতের এগজিকিউটিভ ডিরেক্টর হলেন সুরজিত ভল্লা।

খেলা

  • বিজয় হাজারে ট্রফিতে বাংলা ৭৪ রানে তামিলনাড়ুর কাছে হারল।
  • দোহায় বিশ্ব অ্যাথলেটিক্স চাম্পিয়নশিপে পুরুষদের ৩০০০ মিটার স্টিপল চেজ ফাইনালে উঠলেন ভারতের অবিনাশ সাবলে।জ্যাভলিন থ্রো ফাইনালে অনুরানি পেলেন অষ্টম স্থান।
  • হকিতে ভারত বেলজিয়ামকে ২-১ গোলে হারাল।
  • মেরলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকারা।এই প্রথম কোনো ব্যক্তি এই পদে বসলেন যিনি ব্রিটিশ নন।