কারেন্ট অ্যাফেয়ার্স ১ আগস্ট ২০১৯

schedule
2019-08-05 | 12:37h
update
2019-08-05 | 12:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি আহমেদ আদবকে আটক করলন ভারতীয় গোয়েন্দারা। দেশে তাঁকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে তামিলনাড়ুর তুতিকোরিন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।
  • প্রাণীর দেহ ব্যবহার করে কৃত্রিম মানব অঙ্গ তৈরির গবেষণা শুরু হল জাপানে। সরকারি ছাড়পত্র মেলার পর এই কাজ শুরু করলেন একদল বিজ্ঞানী। তাঁদের নেতৃত্বে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিন বিশেষজ্ঞ হিরোমিতসু নাকাউচি।
  • ‘শিশুদের পোলিও টিকা খাওয়ানো যাবে না, পুরুষ সঙ্গী ছাড়া মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারবে না’ বলে পাকিস্তানের ওয়াজিরিস্তানে ফতোয়া দিল পাক তালিবান জঙ্গিরা।
Advertisement

 

জাতীয়

  • উন্নাওকাণ্ডে যে ৫টি মামলা রয়েছে তার সবগুলি উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার রায় দিল সুপ্রিম কোর্ট। ৪৫ দিনের মধ্যে মূল মামলা এবং ৭ দিনের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে বলা হয়েছে। নির্যাতিতার পরিবারর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে ও নির্যাতিতাকে ২৪ ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
  • দিল্লিতে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিল মেটাতে হবে না। রাজ্য সরকার এই ভর্তুকি দেবে বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

 

বিবিধ

  • ব্যাঙ্ক অব চায়না ব্যাঙ্কিং পরিষেবা দেবে। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অধীনে থেকে এ দেশে তারা বাণিজ্যিক ব্যাঙ্ক হিসাবে কাজ করবে বলে জানাল আরবিআই।
  • গত জুলাই মাসে দেশে জিএসটি সংগ্রহ ১.০২.০৮৩ কোটি টাকা হয়েছে বলে জানা গেল।
  • শেয়ার সূচক সেনসেক্স কমে হল ৩৭০১৮.৩২ অঙ্ক যা গত ৫ মাসে সর্বনিম্ন।

 

খেলা

  • এজবাস্টনে শুরু হল অ্যাসেজ টেস্ট সিরিজ। প্রথম ইনিংসে ২৮৪ রান করল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডর পেস বোলারদের দাপটে একসময় তাদের রান হল ৮ উইকেটে ১২২। শতরান করলেন স্টিভ স্মিথ (১৪৪)। এটি তাঁর ২৪তম টেস্ট শতরান।
  • ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শতবর্ষ পালনের অনুষ্ঠানে ‘ভারত গেরৈব’ সম্মান পেলেন কপিল দেব। ১৯৯২ সালের ১ মে প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি। এদিন সম্মান জানানো হল মহম্মদ হাবিবকে। তিনি ১৯৭০-৭৪ সালে ১৪৩২ মিনিট ইস্টবেঙ্গলের হয়ে অপরাজিত ছিলেন। এদিন ক্লাব প্রতিষ্ঠাতা সুরশেচন্দ্র চেধৈুরীর বাড়িতে কেক কেটে প্রতিষ্ঠাদিবস পালন অনুষ্ঠানের সূচনা ঘট। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, পি কে ব্যানার্জি, শ্যাম থাপা, সুভাষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
  • বিশ্ব টেনিসের এটিপি রাঙ্কিংয়ে প্রথম ৪টি স্থান পেলেন যথাক্রমে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদান, রজার ফেডেরার ও দমিনিক থিয়েম।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 03:44:45
Privacy-Data & cookie usage: