কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০১৮

schedule
2018-07-02 | 11:27h
update
2018-07-02 | 11:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • উত্তরাখণ্ডের গৌরী গাড়ওয়ালে একটি বাস খাদে পড়ে যাওয়ায় ৪৮ জন যাত্রীর মৃত্যু হল।
  • ছেলেধরা সন্দেহে ৫ জনকে পিটিয়ে হত্যা করা হল মহারাষ্ট্রের ধুলে জেলায়।
  • নয়াদিল্লির বুবারি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ১১ জনের মৃতদেহ।
  • কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার নিযু্ক্ত হলেন অলকা তেওয়ারি। তিনি ১৯৮৮ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার।

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের গুহায় আটক কিশোরদের উদ্ধারকাজে বিশেষজ্ঞ দল পাঠাল চিন ও অস্ট্রেলিয়া। ৮ দিন আগে প্রশিক্ষক সহ ১২ জন কিশোর ফুটবলার ওই গুহায় প্রবেশ করার পর আর বেরোতে পারেননি। ধসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে গুহার বড় অংশ।
  • মেক্সিকোয় রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হল। মূলত মাদক পাচার এবং সংগঠিত দুষ্কৃতীদের সংঘর্ষে গত এক বছরে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। নির্বাচনের মূল বিষয়ও হয়ে দাঁড়িয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
  • পূর্ব আফগানিস্তানের নানগড়হর প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হল। তাঁদের মধ্যে ১০ জন শিখ। আফগান রাষ্ট্রপতি আশরফ গনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা।
Advertisement

খেলা

  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে রানার্স হল ভারত। চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে পেনাল্টি শ্যুট-অফে ৩-১ গোলে জয়ী হল অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা ১৫ বার এই ট্রফি জিতল। ভারত দ্বিতীয়বার রানার্স হল। তৃতীয় ও চতুর্থ স্থান পেল হল্যান্ড ও আর্জেন্টিনা। প্রসঙ্গত, এবারই ছিল শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
  • আসন্ন এশিয়ান গেমসে ভারতের ফুটবল দল পাঠানোর প্রস্তাব খারিজ করে দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
  • বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ক্রোয়েশিয়া। এদিন টাইব্রেকারে তারা ৩-২ গোলে হারাল ডেনমার্ককে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় গোলরক্ষক হিসাবে টাইব্রেকারে ৩টি গোল বাঁচালেন ক্রোয়েশিয়ার গোলকিপার সুবাসিচ। অন্য ম্যাচেও ট্রাইব্রেকারে জিতে (৪-৩) কোয়ার্টার ফাইনালে পৌঁছল রাশিয়া। ১৯৬৬ সালের পর ফের তারা শেষ আটে পৌঁছল। তারা হারাল স্পেনকে, নির্ধারিত সময়ে ১-১ ফলাফলের পর।

বিবিধ

  • এক বছর পূর্ণ করল জিএসটি। গত জুন মাসে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহ ছিল ৯৫৬১০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল দাবি করলেন, বছরে জিএসটি বাবদ আয় ১৩ লক্ষ কোটি টাকা হবে।
  • বিজয় মালিয়ার ব্যক্তিগত বিমানটি ৩৪.৮ কোটি টাকায় মার্কিন সংস্থা অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সেলস-কে বিক্রি করল কেন্দ্রীয় পরিষেবা কর দপ্তর।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 17:32:16
Privacy-Data & cookie usage: