কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই, ২০১৯

552
0
Current Affairs 1 July 2019

 আন্তর্জাতিক

  • পরমাণু চুক্তি ভাঙার কথা স্বাকীর করল ইরান। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী শোধিত ইউরেনিয়াম মজুতের বিষয়ে নির্দেশিকা ছিল। পরমাণু অস্ত্র নির্মাণে কাজে লাগে এই ইউরেনিয়াম। ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ জানালেন, তাঁরা অন্তত ৩০০ কি্লোগ্রাম ইউরেনিয়াম সঞ্চয় করেছেন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙার সিদ্ধান্ত জানিয়েছিল।
  • ক্ষমতা হস্তান্তরের বর্ষপূর্তির দিনেই বিক্ষোভে উত্তাল হল হংকং। ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেনের হাত থেকে চিনের হাতে যায় হংকংয়ের কর্তৃত্ব। সেই ক্ষমতা হস্তান্তরের বর্ষপূর্তির দিনে আইনসভা ভবনে ভাঙচুর চালানো হল। চিনের প্রতি অতিরিক্ত অনুগত ক্যারি লামকে প্রশাসকের পদ থেকে সরানোর দাবি জানালেন বিক্ষোভকারীরা।
  • আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রকের একটি ভবনে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল ৬ জনের। জখম হয়েছে ৫১ জন শিশু। তালিবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করল।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরে একটি মিনিবাস খাদে ড়ে যাওয়ায় মৃত্যু হল ৩৫ জনের। বাসটি কেশওয়ান থেকে কিস্তওয়ারে যাচ্ছিল।
  • কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে সংরক্ষণ বিষয়ক বিল পাশ হল লোকসভায়। এই বিল আইনে পরিণত হলে বিষয়ের পরিবর্তে একটি প্রতিষ্ঠানকে ইউনিট হিসাবে ধরে সংরক্ষণ তালিকা তৈরি করে নিয়োগ হবে।

বিবিধ

  • জুন মাসে দেশে জিএসটি বাবদ আয় ৯৯৯৩৯ কোটি টাকা হয়েছে বলে জানানো হল।
  • মে মাসে দেশের পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার হল ৫.১ শতাংশ। ২০১৮ সালের মে মাসে তা ৪.১ শতাংশ ছিল।
  • মূল্যায়ন সংস্থা ইক্রা তাদের এমডি-সিইও নরেশ টক্করকে ছুটিতে পাঠাল। এরপর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। এই রেটিং সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আইএলঅ্যান্ডএফএস-এর আর্থিক সমস্যা সামনে আসায়। কিছু বিষয়ে প্রশ্ন তুলেছে সেবি-ও।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ লিগের ম্যাচে শ্রীলঙ্কা ২৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করলেন শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নিন্দো (১০৪) এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (১১৮)। ম্যান অব দ্য ম্যাচ হলেন আবিষ্কা। দুটি দলই অবশ্য এবারের বিশ্বকাপে পরের পর্যায়ে যেতে ব্যর্থ। ৮টি করে ম্যাচ খেলে শ্রীলঙ্কা ৩টিতে জিতে ৮ পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ ১টিতে জিতে ৩ পয়েন্ট পেয়েছে।
  • ডব্লুবিসি এশিয়া সিলভার ওয়েল্টার ওয়েস্ট চ্যাম্পিয়ন হলেন বৈভব যাদব। ভারতের এই পেশাদার বক্সার সম্পর্কের দিক থেকে বিকাশ কৃষ্ণাণের ভাই।
  • অনূর্ধ্ব ২১ ইউরোপিয়ান খেতাব জিতল স্পেন। ইতালির উদিনে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা ২-১ গোলে হারাল জার্মানিকে। এই নিয়ে পঞ্চমবার এই খেতাব জিতল স্পেন।
  • গুজরাট ক্রিকেট দলের কোচ হলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে।