কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০২০

1224
0

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে বসলেন মেজর জেনারেল নিগার জোহর৷ একই সঙ্গে বাহিনীর প্রথম মহিলা সার্জেন্ট জেনারেলও হলেন তিনি৷
  • চিনের নতুন আইনের প্রতিবাদে হংকংয়ে পথে নেমে প্রতিবাদে শামিল হলেন কয়েক হাজার মানুষ৷ প্রসঙ্গত, ১৯৯৭ সালে হংকংয়ের সার্বভৌমত্ব চিনের হাতে ফিরিয়ে দিয়েছিল ব্রিটেন৷ তখন ঠিক ছিল, অন্তত ৫০ বছর ‘এক দেশ দুই নীতি’ অনুযায়ী স্বাধীনতা ভোগ করবে তারা৷ কিন্তু নতুন আইনে হংকংয়ে বিক্ষোভ প্রতিবাদ জানানোর কোনো উপায় থাকবে না৷
  • আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশে কোভিড মহামারীর সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে৷ শুধু দক্ষিণ আফ্রিকাতেই দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে মিশরে পিরামিড, সংগ্রহশালা, বিমানবন্দরগুলি খুলে গেল এদিন থেকে৷ বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হল ৫,১৬,৬৩৪৷ আক্রান্ত হয়েছেন ১,০৭,১০,১৯৯ জন৷

 

জাতীয়

  • কাশ্মীরে বারামুলা জেলার সোপোরে সিআরপিএফ জওয়ান এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের মাঝখানে পড়ে মৃত্যু হল বিসির আহমেদ খান (৬৫) নামে এক বৃদ্ধের৷ তবে তাঁর শিশু নাতি রক্ষা পেয়েছে৷ মৃতদেহের ওপর বসে শিশুটির কান্নার দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে৷ এই ঘটনায় একজন জওয়ানও শহিদ হয়েছেন৷
  • তামিলনাড়ুর কুড্ডালোরের নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে এক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৬ জন শ্রমিকের৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড ৫০৭ জনের প্রাণহানি হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৭,৪০০৷ মোট আক্রান্ত হয়েছেন ৫,৮৫,৪৯৩ জন৷ মুম্বইয়ে পরিস্থিতি সামলাতে ১৫ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন৷

 

 

বিবিধ

  • বিশ্বভারতীর সাপ্তাহিক বুধবারের উপাসনায় সাম্মানিক আচার্যের আসনে বসানো হল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়কে৷ লকডাউন পরিস্থিতিতে পুলিশ বাহিনীর নিরন্তর কাজকে সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হল৷
  • প্রতি লিটার কেরোসিনের দাম ৯ টাকা বাড়াল কেন্দ্রীয় সরকার৷ বিমান জ্বালানি এটিএফ-এর দামও বৃদ্ধি পেল ৭ শতাংশ৷

 

 

খেলা

  • লা লিগায় আটলেটিকো-বার্সেলোনা ম্যাচ ড্র হল (২-২)৷ এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন বার্সেলোনার লিওনেল মেসি৷ এই নিয়ে দেশ ও ক্লাবের হয়ে ৭০০ গোল হয়ে গেল তাঁর৷ এক্ষেত্রে তাঁর আগে রয়েছেন জোসেফ বিকান (৮০৫), রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), পুসকাস (৭৪৬), গার্ড মুলার (৭৩৫) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৭২৬)৷
  • মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ফুটবল সচিব হলেন দীপেন্দু বিশ্বাস৷
  • ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার স্যার এভারটন উইকস (৯৫) প্রয়াত হলেন৷ পরপর ৫ টেস্টে শতরানের বিশ্বরেকর্ড করেছিলেন তিনি৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল