কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর, ২০১৮

743
0
Current Affairs 1 Nov 2018

জাতীয়

  • অসমে তিনসুকিয়ায় একসঙ্গে ৫ জনকে হত্যা করা হল। তাঁরা সবাই বাঙলি। তিনসুকিয়া জেলার খেরলিবাড়ির এই ঘটনার সঙ্গে আলফা জঙ্গির যোগ বলে সন্দেহ করা হচ্ছে।
  • কেরালায় অসামান্য নজির গড়লেন ৯৬ বছরের বৃদ্ধা কাত্যায়নী আপ্পা। নিরক্ষরতা দূরীকরণে রাজ্য সরকারের ‘অক্ষরলক্ষ্য’ অভিযানে ৯৮ শতাংশ মার্কস পেয়ে তিনি বিস্ময় সৃষ্টি করেছেন।

আ্ন্তর্জাতিক

  • পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ে ধর্মদ্রোহ মামলা থেকে আসিয়া বিবির মৃত্যুদণ্ড খারিজের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ আন্দোলন শুরু হল গোটা পাকিস্তানে।
  • বাংলাদেশের আকাশে ভারতের ইন্ডিগো বিমান সংস্থার দুটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ৩৫ হাজার ফুট উচ্চতায় মাত্র দেড় মিনিটের ব্যবধান তৈরি হয়েছিল তাদের মধ্যে। স্বয়ংক্রিয় সতর্কবার্তাও বেজে উঠেছিল। কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সতর্কবার্তায় বিপদ কাটে।
  • দুটি কট্টর উগ্রপন্থী গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছিল পাকিস্তানে। এবার পাকা আইন করে গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করতে পাকিস্তানকে পরামর্শ দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

খেলা

  • তিরুবনন্তপুরম গ্রিনফিল্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে একদিনের ম্যাচে ৯ উইকেটে জয়ী হল ভারত। এর ফলে এই সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে রইল ভারত। এই নিয়ে দেশের মাটিতে পর-পর ৬ সিরিজে ভারত জয়ী হল। এদিন মাত্র ১০৪ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে এটাই তাদের সর্বনিম্ন রান। দুদল মিলে ৫০ ওভারের কম (৩১.৫ এবং ১৪.২) খেলা হল। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন রবীন্দ্র জাদেজা, ম্যান অব দ্য সিরিজ বিরাট কোহলি। এই সিরিজে তাঁর সংগ্রহ ৪৫৩ রান। এদিন একদিনের ক্রিকেটে ২০০তম ওভারবাউন্ডারি এবং এই মরসুমে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা।
  • আইসিসি হল অব ফেম-এ স্থান পেলেন রাহুল দ্রাবিড়। পঞ্চম ভারতীয় হিসাবে তিনি এই স্বীকৃতি পেলেন। তাঁর আগে পেয়েছেন বিষেণ সিং বেদি, সুনীল গাভাস্কার, কপিল দেব, অনিল কুম্বলে।
  • আই লিগে ইস্টবেঙ্গল ৩-১ গোলে জয়ী হল শিলং লাজংয়ের বিরুদ্ধে। জোড়া গোল করলেন জবি ডাস্টিন।

বিবিধ

  • ডলারের সাপেক্ষে টাকার দাম এক লাফে ৫০ পয়সা বেড়ে হল ৭৩.৪৫ টাকা প্রতি ডলার।
  • অক্টোবর মাসে দেশে জিএসটি খাতে আদায় হয়েছে ১ লক্ষ ৭১০ কোটি টাকা। এই নিয়ে দ্বিতীয়বার এক লক্ষ কোটি টাকার মাইল ফলক স্পর্শ করল জিএসটি আদায়।
  • খুচরো লগ্নিকারীদের মধ্যে কোল ইন্ডিয়ার ৩ শতাংশ শেয়ার বিক্রি করে ৫ হাজার কোটি টাকা পেল কেন্দ্র।