কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০১৯

528
0

আন্তর্জাতিক

  • বিশ্বে সাংবাদিকরা কীভাবে আক্রান্ত হচ্ছেন তার একটি পরিসংখ্যান প্রকাশ করল ইউনেস্কো। সেখানে দেখা যাচ্ছে, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বে ১১০৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এবং ৯০ শতাংশ ক্ষেত্রে কোনো অভিযোগ দায়ের হয়নি। সবথেকে বেশি (৩০শতাংশ) সাংবাদিক হত্যার ঘটনা আরব দেশগুলিতে ঘটেছে।
  • পাকিস্তানে ৫৩ শতাংশ মানুষের উদ্বেগ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। কর্মসংস্থান সব থেকে বেশি চিন্তা ২৩ শতাংশ মানুষের। চিন্তা রয়েছে দুর্নীতি, জলসংকট নিয়েও। আর কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন মাত্র ৮ শতাংশ মানুষ। আন্তর্জাতিক সংস্থা গ্যালপ ইন্টারন্যাশনাল সমীক্ষা চালিয়ে এদিন যে রিপোর্ট পেশ করল তাতে এই তথ্য জানা গেছে।
  • করতারপুর করিডরে প্রবেশের জন্য পাসপোর্ট না থাকলেও চলবে, কোনো বৈধ পরিচয়পত্রই যথেষ্ট। এদিন এই ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

জাতীয়

  • ভারত সফরে এলেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল। এদিন নয়াদি্ল্লির হায়দরাবাদ হাউসে তাঁর সঙ্গে বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহাকাশ, প্রতিরক্ষা, ওষুধ, অসামরিক বিমান পরিবহণ, জলপথ প্রযুক্তি, শিক্ষা প্রভৃতি বিষয়ে দুদেশের মধ্যে ১১টি চুক্তি স্বাক্ষরিত হল এদিন। প্রসঙ্গত, ইউরোপে ভারতের সব থেকে বড় বাণিজ্য সহযোগী হল জার্মানি। ভারতে প্রায় ১৭০০ জার্মান সংস্থা ব্যবসা করে। অন্যদিকে জার্মানিতে লেখাপড়া করছে প্রায় ২০০০০ ভারতীয় ছাত্রছাত্রী।
  • ঝাড়খণ্ডে ৩০ নভেম্বর থেকে ৫ দফায় বিধানসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন। ফলপ্রকাশ আগামী ২৩ ডিসেম্বর।
  • দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ৫ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হল। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিভাষায় দি্ল্লির দূষণের অবস্থা ‘সিভিয়ার প্লাস’।

 

বিবিধ

  • অক্টোবর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ৯৫৩৮০ কোটি টাকা। গত বছর অক্টোবর মাসে তা ছিল ১,০০,৭১০ কোটি টাকা। সরকারি সূত্রে একথা জানানো হল।
  • সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী অক্টোবরে ভারতে বেকারত্বের হার দাঁডিড়য়েছে ৮.৫ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৭.২। ২০১৭ সালে জাতীয় নমুনা সমীক্ষা সংস্থার রিপোর্টেও বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ।
  • মোবাইল ফোন এবং ল্যান্ডলাইনের রিং টোন যথাক্রমে ৩০ সেকেন্ড ও ৬০ সেকেন্ড রাখা বাধ্যতামূলক করল ট্রাই।

 

খেলা

  • মেলবোর্নে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২০-র ট্রফির আবরণ উন্মোচন করলেন করিনা কাপুর। প্রসঙ্গত, মহিলাদের টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হবে ৮ মার্চ, আন্তর্জাতিক মহিলা দিবসে।
  • রাঁচিতে ভারত ‘এ’ দলকে ২৩২ রানে হারিয়ে দেওধর ট্রফির ফাইনালে উঠল ভারত ‘সি’ দল। ভারত ‘সি’ দলের হয়ে জোড়া শতরান করলেন মায়াঙ্ক আগরওয়াল (১২০) ও শুভমান গিল (১৪৩)। ৭ উইকেট নিলেন জলজ সাক্সেনা।
  • অলিম্পিক হকির বাছাই পর্বে ভারতের পুরুষ ও মহিলা দল যথাক্রমে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ৪-২ এবং ৫-১ গোলে পরাস্ত করল।