কারেন্ট অ্যাফেয়ার্স ১ ফেব্রুয়ারি ২০২০

997
0
New Delhi: Union Finance Minister Nirmala Sitharaman, flanked by her deputy Anurag Thakur (to her right) and a team of officials, shows a folder containing the Union Budget documents as she poses for lensmen on her arrival at Parliament in New Delhi, Saturday, Feb. 1, 2020. (PTI Photo/Manvender Vashist) (PTI2_1_2020_000043B)

আন্তর্জাতিক

  • ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথম দিনটি কাটাল ব্রিটেন। সেখানে এদিন দেখা গেল উৎসবের মেজাজ। ব্রেক্সিট কাণ্ডের নেতা মানা হচ্ছে নাইজেল ফারাজকে। অন্যদিকে স্কটল্যান্ডে দেখা গেছে বিপরীত চিত্র। গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইইউতে ফিরে যাওয়ার দাবি জেরালো হয়ে উঠল সেখানে। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডেও ইইউ থেকে বিচ্ছিন্ন হয়ে বিষণ্ণতা। তাদের সঙ্গে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সীমান্ত এখন থেকে ব্রিটেন ইইউ-এর সীমান্ত হিসাবে পরিগণিত হবে।
  • চিনে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা। এদিন তা বৃদ্ধি পেয়ে হল ২৫৯। চিন ফেরত বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, ইতালি। চিন ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইনে (১৪ দিন পর্যায়ের) রাখার পথ নিচ্ছে অধিকাংশ দেশ। চিনের দূতাবাস থেকে দ্রুত কর্মীদের সরিয়ে আনার সিদ্ধান্ত নিল ব্রিটেন।

 

জাতীয়

  • এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিনের উহান থেকে ২১১ জন শিক্ষার্থী ও ১১৩ জন চাকরিরত কর্মী মিলিয়ে ৩২৪ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনতে হবে। ৬ জন জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁদের ফেরার অনুমতি দেয়নি চিন। দেশে যাঁদের ফেরানো হয়েছে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
  • ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরও) বা জাতীয় নিয়োগ সংস্থা গড়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলা হচ্ছে, ব্যাঙ্ক ও সরকারি সংস্থায় নন-গেজেটেড পদে নিয়োগের অভিন্ন পরীক্ষা নেবে (কমন এলিজিবিটি টেস্ট) এই সংস্থা। পরীক্ষা দেওয়া যাবে জেলায় বসে।

 

বিবিধ

  • সংসদে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, গ্রামোন্নয়ন, বিদ্যুত, কৃষি শিল্পক্ষেত্র এবং রাজ্যগুলির জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে যথাক্রমে ৩,২৩,০৫৩, ৯৯৩১২, ৬৭৪৮৪, ১৬৯৯৩৭, ৮৪২৫৬, ৪২৭২৫, ১৫৪৫৭০, ২৭২২৭ এবং ২০০৪৪৭ কোটি টাকা। রেল বাজেটে নতুন কোনো ট্রেনের ঘোষণা না হলেও ১৫০টি যাত্রীবাহী ট্রেন পিপিপি মডেলে চালানোর প্রস্তাব রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত জীবনবিমা নিগমের শেয়ার বিক্রির প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। ব্যাঙ্ক আমানত বিমার পরিমাণ ১ লক্ষ থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব রয়েছে। প্রস্তাব রয়েছে একটি বন্দর বেসরকারিকরণেরও।

 

খেলা

  • অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ২১ বছরের মার্কিন কন্যা সোফিয়া কেনিন। কেনিনের জন্ম রাশিয়ায়। এই প্রথম তিনি কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। প্রতিযোগিতার চতুর্দশ বাছাই কেনিন ৪-৬, ৬-২, ৬-২ সেটে হারালেন ২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের গারবাইন মুগুরুজাকে।
  • আই লিগে ইন্ডিয়ান অ্যারোজ ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। এগারো দলের প্রতিযোগিতায় পয়েন্টের বিচারে ষষ্ঠ স্থানে নেমে গেল ইস্টবেঙ্গল।