কারেন্ট অ্যাফেয়ার্স ১ মার্চ, ২০১৯

570
0
Current Affairs 1 March

আন্তর্জাতিক

  • আল কায়দার প্রয়াত শীর্ষনেতা ওসামা বিন লাদেনের ছেলে হামদা বিন লাদেনের নাগরিকত্ব খারিজ করল সৌদি আরব। তার কোনো খোঁজ দিতে পারলে ১০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।তবে জেহাদের যুবরাজ নামে পরিচিত ৩০ বছর বয়সি হামদা বিন লাদেন কোথায় লুকিয়ে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারও ধারণা তিনি পাকিস্তানে, কারও ধারণা তিনি ইরানে গৃহবন্দি।
  • ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নির্বাচনের দাবিতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনল মার্কিন যুক্তরাষ্ট্র।তাতে ভেটো দিল চিন ও রাশিয়া। প্রস্তাবের বিপক্ষে ভোট দিল দক্ষিণ আফ্রিকা।বর্তমানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং স্বঘোষিত রাষ্ট্রপতি হুয়ান গুয়াইদো।
  • জইশ-ই মহম্মদ প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন বলে জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

জাতীয়

  • দেশের মানুষকে স্বস্তি দিয়ে ভারতে ফিরলেন যুদ্ধবন্দি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।পাকিস্তান কর্তৃপক্ষ তাঁকে রাওয়াল পিন্ডি থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় রাত ৯টা ২১ মিনিটে।
  • ইসলামিক রষ্ট্রগুলির (অর্গানাইজেশেন অব ইসলামিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলেনে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য পেশ করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ৫৭টি মুসলিম দেশের এই সম্মেলন বয়কট করল পাকিস্তান। প্রসঙ্গত ৫০ বছর আগে মরক্কোয় প্রথম সম্মেলনে সে সময়ের পাক রাষ্ট্রপতি ইয়াইয়া খনের আপত্তিতে যোগ দিতে পারেনি ভারত।
  • বায়ুসেনা প্রধান ও নৌসেনা প্রধানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্র। সেনাপ্রধান আগে থেকেই ওই নিরাপত্তা পান।

বিবিধ

  • গত ফেব্রুয়ারি মাসে দেশে জিএসটি বাবদ আদায় হয়েছে ৯৭২৪৭ কোটি টাকা। জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
  • ভারত আখ চাষিদের ভর্তুকি দিয়ে বিধি ভাঙায়, অস্ট্রেলিয়ার পর ব্রাজিলও এই মর্মে অভিযোগ জানাল ডব্লিউটিও-এর কাছে।
  • বিমান জ্বালানি এটিএফ-এর দাম ৮ শতাংশ বাড়ল। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে যথাক্রমে ১৫ ও ১১ শতাংশ দাম কমেছিল।

 

খেলা

  • আই লিগে পয়েন্টের বিচারে শীর্ষে থাকা চেন্নাই সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিল চার্চিল ব্রাদার্স।এদিন জোড়া গোল করনে চার্চিলের স্ট্রাইকার উইনিস প্লাজা। ১৯ ম্যাচে তাঁর গোল সংখ্যা হল ২০।