কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে, ২০১৯

schedule
2019-05-07 | 05:18h
update
2019-05-07 | 07:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • জপানের সিংহাসন বসলেন নতুন সম্রাট নারুহিতো। সদ্য অবসর নেওয়া সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠপুত্র তিনি। সম্রাজ্ঞী হলেন মাসাকো। ৫৯ বছরের নারুহিতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর ভাই সুমিহিতো, পুত্র হিমাহিতো সিংহাসনের পরবর্তী দাবিদার। গণতান্ত্রিক দেশ জাপানে এই পদ আলঙ্কারিক, তবে বংশানুক্রমিক। এদিনই জাপানে শুরু হল নতুন যুগ ‘রেওয়াইয়া’।এর অর্থ অপূর্ব সমন্বয়।
  • ২০২৪ সালের চাঁদের দক্ষিণ মেরুতে নভশ্চর পাঠানোর সিদ্ধান্ত জানাল নাসা। তাঁদের মধ্যে মহিলা অভিযাত্রীও থাকবেন। ২০৩৩ সালের মধ্যে মঙ্গলগ্রহেও মানুষ পাঠানো হবে বলে জানানো হল।
  • অবশেষে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। এদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হল। এর আগে চিন তিন বার ভেটো প্রয়োগ করে এই প্রস্তাব রুখে দিয়েছিল, এবার তারা ভেটো প্রদানে বিরত র‌ইল।
  • জামিন নিয়ে ফেরার হওয়ার মামলায় জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিল আদালত।
Advertisement

জাতীয়
  • মহারাষ্ট্রে সশস্ত্র হামলা চালাল মাওবাদীরা। গড় চিরৌলিতে শক্তিশালী মাইন বিস্ফোরণে উডিয়ে দেওয়া হল পুলিশের একটি গাডি। অন্তত ১৫ জন কম্যান্ডো প্রাণ হারালেন। এর আগে গড় চিরৌলিতে ২৯টি  গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা।
  • বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় পূর্ব উপকূলে আছড়ে পড়বে বলে সতর্ক বার্তা জানাল আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ফণী’। বাতিল করে দেওয়া হল ৮৭টি দূরপাল্লার ট্রেন।
  • আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার নির্বাচনী কার্যকলাপে ৭১ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হল।
  • নির্বাচনী বক্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী কার্যকলাপেও নিষেধাজ্ঞা জরি করল নির্বাচন কমিশন। চলতি নির্বাচনে তিনিই প্রথম ব্যক্তি যিনি দ্বিতীয়বার এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন।
বিবিধ
  • জন্মশতবর্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত সংগীত শিল্পী মান্না দে-কে শ্রদ্ধা জানানো হল দেশ জুড়ে।
  • আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের মাত্র ৩ দিন আগে বিবাহ করলন থাইল্যান্ডের রাজা মহা বজিরালকর্ণ। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান সুতিদার সঙ্গে তাঁর বিবাহ হল। রাজা ভূমিবল অদুল্যদেজের মৃত্যুর পর ২০১৬ সালে রাজার সিংহাসনে বসেন মহা বজিরালকর্ণ। থাই এয়ারওয়েজের প্রাক্তন ফ্লাটি লেফটেনান্ট ছিলেন সুকিদা। এর আগে তিন বার বিবাহ ও বিবাহ বিচ্ছেদ করেছেন রাজা বজিরালকর্ণ।
খেলা
  • ভারতের  জাতীয় ফুটবল দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হলেন আইজ্যাক ডোরু। তিনি রোমানিয়ার লোক। ২৯ বছরের কোচিং অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডোরুর বয়স ৫৬ বছর। স্কট ও ডোনেল-এর স্থানে ডোরুকে ভারতীয় ফুটবলের টিডি পদে নিযুক্ত করল এআইএফএফ।
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে লিভারপুলকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। জোড়া গোল করলেন লিওনেল মেসি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 14:28:42
Privacy-Data & cookie usage: