সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1204
0
Current Affairs 24th November

১. ভারতের কোন রাজ্যকে দক্ষিণ তিব্বত বলে চিন দাবি করেছে? (bengali current affairs questions and answers)

ক. উত্তরাখণ্ড খ. সিকিম গ. মিজোরাম ঘ. অরুণাচল প্রদেশ

২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নলিখিত কোন রাজ্যে স্বরা-কুড্ডু হাইড্রো পাওয়ার প্রোজেক্টের সূচনা করেছেন?

ক. মহারাষ্ট্র খ. উত্তরপ্রদেশ গ. গুজরাত ঘ. হিমাচল প্রদেশ

৩. মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের কোন শহরে অবস্থিত?

ক. গ্রেটার নয়ডা খ. মীরাট গ. লখনউ ঘ. কলকাতা

৪. পাসপোর্ট সেবা প্রোগ্রামের জন্য টিসিএসের সঙ্গে কোন মন্ত্রকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

ক. উপজাতি মন্ত্রক খ. শিক্ষা মন্ত্রক গ. বিদেশ মন্ত্রক ঘ. ক্রীড়া মন্ত্রক

৫. সম্প্রতি কোন দেশ নতুন আইন চালু করে বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে?

ক. মালয়েশিয়া খ. ফিলিপিন্স গ. ইন্দোনেশিয়া ঘ. শ্রীলঙ্কা

৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী `বীর বাল দিবস’ কবে পালন করার জন্য ঘোষণা করেছেন?

ক. ২৬ জুন ২০২১ খ. ২৬ নভেম্বর ২০২২ গ. ২৬ ডিসেম্বর ২০২১ ঘ. ২৬ ডিসেম্বর ২০২২

৭. `ওয়ার্ল্ড রেইনফরেস্ট ডে’ কবে পালন করা হয়?

ক. ১৯ জুন খ. ২০ জুন গ. ২১ জুন ঘ. ২২ জুন

৮. রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের পূর্ব রাজ্যপাল ছিলেন?

ক. উত্তরপ্রদেশ খ. ওড়িষ্যা গ. মহারাষ্ট্র ঘ. ঝাড়খণ্ড

৯. ভারতীয় সেনা কোন রাজ্যে দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার খোলার ঘোষণা করেছেন?

ক. বিহার খ. আসাম গ. মণিপুর ঘ. তেলেঙ্গানা

১০. নিম্নলিখিত কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসাবে Migration Tracking System app ডেভেলপ করেছে?

ক. গুজরাট খ. কর্ণাটক গ. কেরালা ঘ. মহারাষ্ট্র

উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ঘ