কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুলাই ২০১৯

schedule
2019-07-25 | 13:36h
update
2019-07-25 | 13:36h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে একটি ব্রিটিশ তেলের ট্যাঙ্কারকে আটক করল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড।
  • সমুদ্র লঙ্ঘন সংক্রান্ত আইন ভাঙার অভিযোগে ‘স্টেনা ইম্পেরা’ নামক জাহাজটিকে আটক করা হয়েছে। সেখানে লাটভিয়া, রাশিয়া ও ফিলিপিন্সের ৫ জন এবং ভারতের ১৮ জন কর্মী রয়েছেন। জুলাই মাসেই ভূমধ্য সাগরে জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি তেলের ট্যাঙ্কার আটক করেছিল ব্রিটিশ নৌসেনা।
  • বাংলাদেশের বিদেশমন্ত্রক দাবি করল, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের দুরবস্থা নিয়ে প্রিয়া সাহার বক্তব্য মিথ্যে। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন বিদেশ দপ্তরে বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্প।

জাতীয়

  • পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল মনোনীত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আইনজীবী জগদীশ ধনখড়। নাগাল্যান্ডের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন গোয়েন্দা বিভাগের প্রাক্তন অধিকর্তা আর এন রবি। মধ্যপ্রদেশ, বিহার, ত্রিপুরা ও উত্তরপ্রদেশের রাজ্যপাল হবেন যথাক্রমে লালজি ট্যান্ডন, ফন্ডে চৌহান। রমেশ ব্যাস এবং আনন্দীবেন প্যাটেল। রাষ্ট্রপতি ভবন সূত্রে এই তথ্য জানা গেছে।
  • শীলা দীক্ষিত (৮১) প্রয়াত হলেন। তিনি ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (১৯৯৮-২০১৩ সাল)। রাজীব গান্ধীর মন্ত্রিসভায় তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বাধীনতা সংগ্রামী ও ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ ছিলেন শীলা। শ্বশুরের কাছেই রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল তাঁর।
  • ময়ূর চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হল হীরালান বানছড়া নামের একজন দলিত প্রৌঢ়কে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের নিমচ জেলার কুকদেশ্বর এলাকার লামুদিঅন্তরি গ্রাম।
Advertisement

বিবিধ

  • পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসায় ইতি টানার সিদ্ধান্ত জানাল আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্ক। ১৭ মাস চালু ছিল তাদের ব্যবসা। গত অর্থবর্ষে লোকসান হয়েছিল ২৪ কোটি টাকা। তারা চতুর্থ সংস্থা হিসেবে দেশে চালু করেছিল পেমেন্টস ব্যাঙ্ক।
  • ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হিসাবে দেশে সৌরাষ্ট্র কচ্ছ, গাঙ্গেয় বঙ্গ ও রাজস্থানের মরু অঞ্চলে বর্ষার ঘাটতি যথাক্রমে ৬৪, ৫২ ও ৪৭ শতাংশ রয়েছে বলে জানানো হল।

খেলা

  • চেক প্রজাতন্ত্রে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ভারতের হিমা দাস। গত ১৮ দিনে এটি তাঁর পঞ্চম সোনার পদক। অসমের মেয়ে হিমা নিজের রাজ্যে ধিং এক্সপ্রেস নামে পরিচিতি।
  • নিউপোর্টে এটিপি হল অব ফেম টেনিস প্রতিযোগিতার পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। ৪৬ বছর বয়সে কোনো এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) প্রতিযোগিতার সেমিফাইনালে খেলা একটি কীর্তি। একমাত্র জন ম্যাকেনরো ৪৭ বছর বয়সে সান জোসে সেমিফাইনাল খেলেছিলেন । এই প্রতিযোগিতায় পেজের সঙ্গী মার্কাস ড্যানিয়েল।
  • আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হল আলজিরিয়া। ফাইনালে ১-০ গোলে তারা হারিয়ে দিল সেনেগালকে। এই প্রথম বিদেশের মাটিতে তারা কোনো খেতাব জিতল। ১৯৯০ সালে ঘরের মাঠে প্রথম বার তারা আফ্রিকাসেরা হয়েছিল।
  • শুরু হল সপ্তম প্রো কবাডি লিগ।
  • টেরিটোরিয়াল আর্মির হয়ে কাজ করার জন্য জাতীয় ক্রিকেট দল থেকে ২ মাসের ছুটি নিলেন এম এস ধোনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 16:23:28
Privacy-Data & cookie usage: