কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-24 | 06:38h
update
2019-12-24 | 06:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বরিস জনসনের পক্ষে ব্রেক্সিট বিল ৩৫৮ ভোটে পাশ হয়ে গেল। ভোটের বিপক্ষে ২৩৪ ভোট পড়ে। আরও দুই ধাপ ভোট হওয়ার পর আগামী ৩১ জানুয়ারি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যেতে আর কোনো অসুবিধা থাকবে না।
  • সিএএ নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষাভে উত্তাল হল মার্কিন মুলুকও। সেখানে উক্ত বিলের প্রতিবাদে নামে ভারতীয় একদল ছাত্রছাত্রী। ভারত সরকারের বিরুদ্ধে কড়া নিন্দা করেছে শিকাগো।

 

জাতীয়

  • উন্নাওয়ের নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপির ‘বহিষ্কৃত’ বিধায়ক কুলদীপ সেঙ্গারকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করল দিল্লির তিসহাজারি আদালত।
  • ‘অসাংবিধানিক নাগরিকত্ব বিল’ প্রত্যাহারের দাবিতে কলকাতা সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আজও। সব থেকে বেশি উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন রাজপথ। বিরোধীদের সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের লড়াই। লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান সহ নানা ভাবেও বিক্ষোভ শান্ত করা যায়নি। উত্তরপ্রদেশে ২০টি জেলায় বিক্ষোভ দেখানো হয়। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৬ বিক্ষোভকারীর। পুলিশের দাবি, পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি। কানপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে, পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। বন্ধ ছিল বেশ কিছু মেট্রো স্টেশন। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।
  • ওড়িশায় ঘরে-ঘরে পানীয় জল প্রকল্প ‘জলসাথী’ চালু করল ওড়িশা সরকার। চালু হল ‘জলসাথী’ অ্যাপ।
  • মধ্যপ্রদেশে এবার থেকে কারাপরিচালনায় মহিলা প্রশাসক রাখার প্রস্তুতি নিয়ে ‘সেন্ট্রাল অ্যাকাডেমি ফর উইমেন পুলিশ ট্রেনিং’ শুরু হল।
Advertisement

 

বিবিধ

  • শুক্রবার টানা চারদিন রেকর্ড বাড়ল সেনসেক্স ও নিফটি। এদিন ৭.৬২ পয়েন্ট বেড়ে ৪১.৬৮১.৪৪ অঙ্কে দাঁড়াল সেনসেক্স। ১২.১০ বৃদ্ধি পেয়ে ১২.২৭১.৮০ হয়েছে নিফটি।
  • উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক মন্দার বা ঋণের বোঝা কমানোর সতর্ক বার্তা দিয়েছেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালথাস। সদ্য আইএমএফ জানিয়েছে ২০১৮ সালে বিশ্বে উন্নয়নশীল দেশগুলির ঋণের অঙ্ক ১৮৮ লক্ষ কোটি ডলার। যা বিশ্ব অর্থনীতির ২.৩০ শতাংশ।
  • ৩৭০ ধারা কার্যকর করার পরবর্তী সময়ে ১২০ দিনে কাশ্মীরের বাণিজ্যক্ষতি হয়েছে ১৭ হাজার ৮০০ কোটি টাকা। কাজ হারিয়েছেন কম পক্ষে ৫ লক্ষ মানুষ। কাশ্মীর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই তথ্য জানাল।
  • আচমকা সংস্থা পরিচালনার পদ থেকে সরে দাঁড়ালেন আনন্দ মাহীন্দ্রা। মাহীন্দ্রা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান ছিলেন তিনি। মাহীন্দ্রাকে গাড়ি শিল্পের বাজারে তুলে ধরতে তাঁর ভূমিকা অন্যতম।
  • রোজভ্যালী কাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষী ও কর্ণধার গৌতম কুণ্ডুর অন্যতম সহযোগী মন্টি জয়সওয়ালের অস্বাভাবিক মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যু হয় ১২ তারিখে, আজ প্রকাশ্যে এল।

 

খেলা

  • প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তলক সাইখম মীরাবাই চানু ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন। চানুর সৌজন্যেই ভারত প্রথম সোনা পেল। এর ফলে চানুর টোকিও অলিম্পিক্সে যাওয়ার রাস্তা মসৃণ হল। কাতারের টুর্নামেন্ট ১১৯ কেজি ভার তোলাটাই সোনা এনে দিল।
  • স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান-ইস্টবেঙ্গল প্রথম ডার্বি ম্যাচ খেলানোর দিন স্থির করল ফেডারেশন। খেলাটি হবে আগামী ১৯ জানুয়ারি রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 07:57:50
Privacy-Data & cookie usage: