কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর ২০১৯

474
0

আন্তর্জাতিক

  • জাপানের প্রধানমন্ত্রী পদে সব থেকে বেশিদিন থাকার নজির গড়লেন শিনজো আবে। এদিন তিনি ওই পদে ২৮৮৭ দিন পূর্ণ করলেন।
  • দাবানল ছড়িয়ে পড়ল দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে। গত কয়েক দিনে ১০ লক্ষ হেক্টর কৃষিজমি, ৩০০ বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রাণহানি হয়েছে ৬ জনের। অস্ট্রেলিয়ার ‘জাতীয় সম্পদ’ নামে পরিচিত শ্লথগতির স্তন্যপায়ী প্রাণী কোয়ালাদের নিয়েও চিন্তিত প্রশাসন। ৩ শতাধিক কোয়ালার মৃত্যু হয়েছে দাবানলে।
  • শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা করলেন, দেশের প্রধানমন্ত্রী পদে বসবেন তাঁর দাদা মাহিন্দা রাজাপক্ষে। এর পরই ইস্তফার সিদ্ধান্ত জানালেন বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। মাহিন্দা ২০০৫-১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ছিলেন। এক বছর আগে সে সময়ের রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা তাঁকে প্রধানমন্ত্রী পদে বসালেও তাকে অবৈধ আখ্যা দিয়েছিল শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।

 

জাতীয়

  • ভারত পেট্রোলিয়াম, কন্টেনার কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নিপকো এবং তিহরি জলবিদ্যুৎ উন্নয়ন নিগম— এই পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সংস্থাগুলির শেয়ার বিক্রি করা হবে এবং মিয়ন্ত্রণও ছেড়ে দেওয়া হবে বলে জানানো হল। ৭৫টি জাতীয় সড়ক প্রকল্পও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি হবে বলে সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • ভূমি থেকে ভূমি ৩৫০ কিমি পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী ২’-এর উৎক্ষেপণের পরীক্ষা সফল। এই প্রথম অন্ধকার থেকে এই উৎক্ষেপণ করা হল।

 

বিবিধ

  • টেলিকম শিল্পে স্পেক্ট্রাম নিলামের বকেয়া অর্থ মেটানোর সময় ২ বছর বাড়ানো হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। প্রসঙ্গত, টেলিকম শিল্পের সঙ্কট খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল কেন্দ্রীয় সরকার।
  • বাংলা সাহিত্যের দুই পুরোধাপুরুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মারক ডাকটিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে।

 

খেলা

  • পর্তুগিজ ফুটবল কোচ জোসে মোরিনহো টটনেহ্যাম হটস্পার দলের কোচ নিযুক্ত হলেন। ক্লাব কর্তৃপক্ষ সরিয়ে দিল কোচ মরিসিও পোকেন্ডিলোকে। গত ৫ বছর দায়িত্বে ছিলেন মরিসিও।
  • আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার প্রধান কোচের পদ থেকে সরে গেলেন মারাদোনা। এখনও পর্যন্ত ৬টি ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। সব থেকে বেশিদিন কাজ করেছেন আল ওয়াসেলে, ১৪ মাস।