কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ফেব্রুয়ারি, ২০১৯

546
0
Current Affairs 21 Feb 2019

আ্ন্তর্জাতিক

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই বাংলাদেশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৮১ জনের। রাজধানী ঢাকার চকবাজার চুড়িহাট্টায় একটি পুরনো বহুতলে আগুন লাগে। ২০১০ সালের ৩ জুন পুরনো ঢাকার নিমকলিতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়েছিল।
  • আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় পাকিস্তানের ৫টি আর্জি খারিজ হল। ভারতের দাবি, যে সামরিক আদালতে কুলভূষণের বিচার হয়েছিল তার বিচার প্রক্রিয়া অস্বচ্ছ।
  • সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা বর্নারিচের সঙ্গী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। বিশ্বে এই প্রথম কোনো সমলিঙ্গে বিবাহকামী রাষ্ট্রপ্রধানের সন্তান হল বলে দাবি করা হল।

জাতীয়

  • জম্মু থেকে কাশ্মীর ৩২৫ কিমি পথ জওয়ানদের বিমানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সড়ক পথে জঙ্গি হানার বিপদ থেকে রক্ষার জন্য এই সিদ্ধান্ত। এতদিন কেবল সেনা অফিসাররা এই ব্যবস্থা পেতেন।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের সুদ বাডিয়ে ৮.৬৫ করল পি এফ-এর কেন্দ্রীয় অছি পরিষদ। বিগত অর্থবর্ষের তুলনায় তা ১০ বেসিস পয়েন্ট বেশি। ইপিএফ–এর সুবিধাভুক্ত পেনশন মাসে ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।
  • প্রয়াত হলেন বাংলা কবিতা ও রবীন্দ্র সাহিত্যের গবেষক অশ্রুকুমার সিকদার (৮৭)।

খেলা

  • ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের নতুন অম্বাডসম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি কে জৈন।
  • শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শাম্মি সিলভা। ভেটে হেরে গেলেন অর্জুনা রণতুঙ্গা।
  • একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের রাখা ৩৬০ রানের লক্ষ্যে পোঁছে জয়লাভ করল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই সবথেকে বেশি রান তাড়া করে জেতার নজির।