কারেন্ট অ্যাফেয়ার্স ২১ এপ্রিল ২০২০

714
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে আরও ভয়াল হয়ে উঠল করোনা সংক্রমণের পরিস্থিতি৷ মৃত্যু হয়েছে ১৭৫৭৫৯ জনের৷ আক্রান্ত হয়েছেন ২৫৩৬৬৫৪ জন৷ এর মধ্যে কেবল মর্কিন যুক্তরাষ্ট্রেই ৪২৫১৮ জনের প্রাণহানি হয়েছে৷ নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার জনের৷ প্রথম দিকে সাফল্য পেলেও ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও সংক্রমণ ছড়িয়েছে কোভিড ১৯৷ করোনা আক্রান্ত এক সমাজসেবীর সংস্পর্শে আসায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গৃহবন্দি হওয়ার সুপারিশ করলেন তাঁর চিকিৎসকরা৷ ব্রিটেনে করোনা সংক্রমণে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক মনজিৎ সিংরিয়তের৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷
  • যখন গোটা দুনিয়া করোনা সংক্রমণ নিয়ে নাজেহাল তখন গোপনে জঙ্গি তালিকা থেকে ১৮০০ জঙ্গির নাম ছেঁটে ফেলল পাকিস্তান৷ লস্কর-ই-তৈবার প্রধান জাকিউর রহমান লাকভির নামও তার মধ্যে রয়েছে৷

 

জাতীয়

  • করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল রাষ্ট্রপতি ভবনে৷ সেখানকার ১১৫টি পরিবারকে গৃহবন্দি থাকতে বলা হল৷ লোকসভা সচিবালয়ের একজন কর্মী ও করোনায় আক্রান্ত হলেন৷ দেশে ১৮৯৮৫ জন করোনা সংক্রমণর শিকার৷ মৃত্যু হয়েছে ৬০৩ জনের৷ মহারাষ্ট্রে ৪ে৬৬৯ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৩২ জনের৷ গুজরাটে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৭৷ মধ্যপ্রদেশে ৭৬ জনের জীবনহানি হয়েছে করোনায়৷ এদিকে গুদামে মজুত চাল দিয়ে ইথানল বানিয়ে স্যানিটাইজার প্রস্তুতির যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার কঠোর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ কেন্দ্রের দাবি প্রয়োজনের তুলনায় ১২৮ শতাংশ চাল মজুত রয়েছে৷ বিরোধী দলের নেতারা তা সাধারণ মানুষের মধ্যে বন্টনের দাবি জানালেন৷

 

বিবিধ

  • সাংবাদিকদের স্বাধীনতার বিশ্বক্রম তালিকায় ভারত পেল ১৪২ তম স্থান৷ গত বছরের তুলনায় তা ২ ধাপ কম৷ প্যারিসে রিপোটার্স উইদাউট বর্ডার এই তালিকা প্রস্তুত করে৷ ১৮০টি দেশ নিয়ে সমীক্ষা চালিয়ে এই তালিকা তৈরি হয়৷ প্রথম তিনটি স্থানে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক৷ সবথেকে শেষ নাম উত্তর কোরিয়ার৷ ব্রিটেন ৩৫, মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫ তম স্থানে রয়েছে৷

 

খেলা

  • ২০১৯-২০ মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে মোহনবাগানকে জয়ী ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ যদিও ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে কার্যতই সব দলের ধরাছোঁয়ার বাইরেই ছিল মোহনবাগান৷
  • বছরের শেষে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে ৫টি টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷