আন্তর্জাতিক
- চরবৃত্তির অভিযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ে ১৫ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করেছিল ইরান। এর পরই ইরানে গভীর রাতে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দেড় শতাধিক ব্যক্তির প্রাণনাশের আশঙ্কায় সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
- প্রকল্পের নাম ‘পারিবারিক পুনর্মিলন’। কোস্টারিকা এল সালভাদোর এবং গুয়াতেমালার শরণার্থীদের তাদের দেশে ফেরাতে এই প্রকল্প নিল মেক্সিকো সরকার। এই প্রকল্পে মাত্র এক ডলারের বিনিময়ে তাঁরা দেশে ফেরার বিমানে উঠতে পারবেন।
জাতীয়
- লোকসভায় পেশ হল তিন তালাক বিল। এই সপ্তদশ লোকসভা্র প্রথম ভোটাভুটির ঘটনাও ঘটল এই বিলটি নিয়েই। পক্ষে-বিপক্ষে ভোট পড়ল যথাক্রমে ১৮৬ ও ৭৪টি।
- ২০১৫-১৮ সালের মধ্যে মহারাষ্ট্রে ১২৪২১ জন কৃষক আত্মঘাতী হয়েছেন বলে জানাল মহারাষ্ট্র সরকার।
- বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম বা চমকি বুখারে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৫৬।
- তেলেঙ্গানায় কালেশ্বরম জলসেচ প্রকল্পে বিশ্বের সর্ববৃহৎ লিফট ইরিগেশন প্রকল্পের উদ্বোধন করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
বিবিধ
- পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। রাষ্ট্রসঙ্ঘ, চিন, ইজরায়েল, ব্রিটেন, আবুধাবি সহ বিশ্বের নানা স্থানে যোগ দিবস পালনের খবর জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচির প্রভাত ময়দানে ৪০ হাজার জনের সঙ্গে যোগ দিবস পালন করেন। দেশের নানা স্থানে দিনটি উদ্যাপন করা হল।
- কন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার পর নির্মলা সীতারামনের নেতৃত্বে প্রথমবার বসল জিএসটি পরিষদের বৈঠক। তিনি জানালেন, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় করের ৪২ শতাংশ অর্থ রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে।
খেলা
- এশিয়ান স্নুকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ আডবাণী। একই সঙ্গে স্নুকারে কেরিয়ার গ্র্যান্ডস্লাম পূর্ণ করলেন তিনি।
- আন্তর্জাতিক পদক জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। মঙ্গোলিয়ার উলানবাটোরে আয়োজিত সিনিয়র এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টে তিনি ব্রোঞ্জ জিতলেন। ত্রিপুরার দীপা কর্মকার ও তেলেঙ্গানার অরুণা রেড্ডির পর প্রণতি হলেন তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি আন্তর্জাতিক পদক জিতলেন।
- ২০২২ বার্মিংহাম কমনওলেথ গেমসে শ্যুটিং ও তিরন্দাজি থাকছে না। প্রসঙ্গত, গোল্ডকোস্ট কমনওলেথ গেমসে ভারত এই দুই বিভাগ থেকে ৮টি সোনা সহ ১৬টি পদক পেয়েছিল।
- কোপা আমেরিকায় উরুগুয়ে–জাপান ম্যাচ ড্র হল (২-২)।
- বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা ২০ রানে ইংল্যান্ডকে হারাল। প্রথমে ব্যাট করে ২৩২ রান করেছিল শ্রীলঙ্কা। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন লাসিথ মালিঙ্গা।
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের সর্বকালের সেরা ফুটবলার ফার্নেন্দো তেরেস।
য