কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুলাই ২০১৯

schedule
2019-07-25 | 13:42h
update
2019-07-25 | 13:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই চূড়ান্ত উপেক্ষিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন প্রশাসনের কোনো আধিকারিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন না তাঁকে স্বাগত জানাতে। ওয়াশিংটনে উপস্থিত পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, কাতার এয়ারওয়েজের সাধারণ যাত্রীবাহী বিমানে মার্কিন সফরে গিয়েছেন ইমরান। বিমানবন্দর থেকে মেট্রো চড়ে তিনি পাক দূতাবাসে গিয়েছেন। খরচ বাঁচাতে তিনি হোটেলের পরিবর্তে সেখানেই থেকেছেন।
  • প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করা হল ঢাকায়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে। প্রিয়ার বক্তব্যকে সমর্থন করেছেন লেখিকা তসলিমা নাসরিন এবং গণ আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকার। প্রিয়া সরকারি তথ্য উদ্ধৃত করে বলেছেন ‘বাংলা দেশে প্রতিদিন ৬৩২ জন সংখ্যালঘু কমে যাচ্ছেন’।
Advertisement

জাতীয়

  • ডাইনি অপবাদে ৪ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে হত্যা করা হল। ঝাড়খণ্ডের গুমলা জেলার মিসকারি গ্রামের ঘটন।
  • উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ১৩২টি গ্রামে গত ৩ মাসে ২১৬টি শিশুর জন্ম হয়েছে যার মধ্যে কোনো কন্যা সন্তান নেই। সমাজকর্মীদের আশঙ্কা, কন্যা ভ্রূণ হত্যার ঘটনা না ঘটলে এই পরিস্থিতি হতে পারে না।
  • প্রয়াত শীলা দীক্ষিতের ইচ্ছাকে মর্যাদা দিয়েই দিল্লির নিগমবোধ ঘাটে সিএনজি (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) জ্বালানিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। প্রসঙ্গত, তাঁর আমলেই দিল্লিতে পরিবেশ রক্ষায় কয়লাখনি থেকে উদ্ভূত এই গ্যাসের ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল।

বিবিধ

  • চলতি অর্থবর্ষে দেশে ৩৪০ কোটি নতুন মুদ্রা তৈরি হবে বলে জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন।
  • দুবাইয়ের একটি হোটেলে দর্শকদের হাসাতে-হাসাতেই মৃত্যু হল কৌতুকাভিনেতা মঞ্জুনাথ নায়ডুর (৩৬)। তিনি ভারতীয় বংশোদ্ভূত। মঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত হন নায়ডু। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ব্রিটিশ কৌতুকাভিনেতা ইয়ান কগনিতো-ও মারা যান মঞ্চে অভিনয় করতে-করতে।

খেলা

  • ইন্দোনেশিয়া ওপেনে রানার্স হলেন ভারতের পি ভি সিন্ধু। ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে ১৫-২১, ১৬-২১ সেটে পরাস্ত হলেন তিনি।
  • কমনওয়েলথ টেবল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টে সোনা জিতলেন ভারতের জি মাথিয়ান–অর্চনা কামাথ জুটি।
  • সাঁতারে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্বরেকর্ড করলেন অ্যাডাম পিট (৫৬.৮৮ সেকেন্ড)। দক্ষিণ কোরিয়ায় সাঁতারের বিশ্ব মিটে এই রেকর্ড গড়লেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 23:47:21
Privacy-Data & cookie usage: